শেষ আপডেট: 26th October 2024 16:34
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির ব্যাটে রানের খরা অব্যাহত। পুনেতে আয়োজিত ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচেও বড় রান করতে পারলেন তিনি। মাত্র ১৭ রান করে লেফট আর্ম স্পিনার মিচেল স্যান্টনারের শিকার হন তিনি। প্রসঙ্গত, এই টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া ১১৩ রানে হারার পাশাপাশি সিরিজও হাতছাড়া করল। ভারতের মাটিতে এই প্রথমবার টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড ক্রিকেট দল।
বিরাটকে লেংথ বল করেছিলেন স্যান্টনার। কোহলি সেটা সামনের দিকে খেলতে যান। আবেদনের সঙ্গে সঙ্গেই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আকাশের দিকে আঙুল তুলে দেন। এরপর রিভিউ নেন কোহলি। দেখা যায়, বলটা লেগ স্টাম্পের একেবার বাইরের দিকে কানা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। সেকারণে আম্পায়ার শেষপর্যন্ত নিজের সিদ্ধান্তই বহাল রাখেন।
আউট হওয়ার পর বিরাট কার্যত অবাক হয়ে যায়। তিনি নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। এমনকী, প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় বিরাট আম্পায়ারের বিরুদ্ধে নিজের ক্ষোভও উগরে দিয়েছিলেন। কারণ, এটা একেবারে আম্পায়ার্স কল ছিল। তিনি চাইলেই এই সামান্য ভুলটা এড়াতে পারতেন। কিন্তু, সেটা তিনি করেননি। আউট হওয়ার পরও বিরাট কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকেন। শেষপর্যন্ত প্যাভিলিয়নে যাওয়ার সময় তিনি গজরাতে থাকেন। ইতিমধ্যে বিরাটের ওই ভিডিও দেখার পর অনেকেই বলতে শুরু করেছেন যে কিং কোহলি নাকি আম্পায়ারকে গালাগালি দিচ্ছিলেন। অবশ্য ভারতের এই তারকা ব্যাটার আসলে কী বলেছেন, তা শোনা যায়নি।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) October 26, 2024
বিরাট আউট হতেই গোটা স্টেডিয়াম জুড়ে এক বিষন্ন নীরবতা নেমে আসে। ড্রেসিংরুমে ফিরে যান কোহলি। এই মুহূর্তেই ভারতের হাত থেকে ম্যাচের লাগাম কেড়ে নেয় নিউজিল্যান্ড। এরপর টিম ইন্ডিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। একদিকে হতাশ হয়ে কোহলি ফিরছিলেন, অন্যদিকে কিউয়ি ক্রিকেটাররা আনন্দে কার্যত আত্মহারা হয়ে পড়েছিলেন।
পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিকে যথেষ্ট ভাল ছন্দে দেখা যাচ্ছিল। তবে মিচেল স্যান্টনার তাঁকে খুব একটা বেশি রান করতে দিলেন না। এই ম্যাচে স্যান্টনার দুর্দান্ত বোলিং করছেন। প্রথম ইনিংসেও তিনি বিরাট কোহলির উইকেট শিকার করেছিলেন।
আরও একটি ম্য়াচে ভারতের এই কিংবদন্তী ব্যাটার কম রানে আউট হলেন। বর্তমানে তিনি ব্যাড প্যাচের মধ্যে দিয়ে এগোচ্ছেন। একের পর এক ম্যাচে তিনি কম রানে আউট হয়ে যাচ্ছেন। আর বিরাটের এই পারফরম্য়ান্সের প্রভাব টিম ইন্ডিয়ার উপরেও পড়ছে।
এই সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। আশা করা যায়, খুব শীঘ্রই রানে ফিরবেন বিরাট। নাহলে বর্ডার গাভাসকার ট্রফিতে ভারতের সমস্যা বাড়বে।