শেষ আপডেট: 25th October 2024 11:31
দ্য ওয়াল ব্যুরো: তিনি কিং কোহলি। একটা সময় তাঁর নামে কাঁপত গোটা ক্রিকেট বিশ্ব। আর আজ কি না তিনি সামান্য একটা ফুলটস ডেলিভারিতে আউট হয়ে যান! যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। টেস্ট ক্রিকেটে বিরাটের যে 'রোয়াব' দেখার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করে, সেখানে তিনি মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, এটা কোহলি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না।
শুক্রবারের সকাল। দানা'র প্রভাবে গোটা বাংলা জুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপামর বাঙালি ক্রিকেট সমর্থকরা বিছানায় বসেই সবে ম্যাচ দেখবেন বলে টিভি চালিয়েছেন। কিন্তু, এ কী! ততক্ষণে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার প্যাভিলিয়নে রওনা দিয়েছেন। ঘুমভাঙা চোখ কচলাতে কচলাতেই দেখা গেল বিরাটের নামের পাশে মাত্র ১ রান টিম টিম করে জ্বলছে।
আরও একটি ম্য়াচে বিরাট কোহলি ব্যাটিং ব্যর্থতার শিকার হলেন। নিউজিল্যান্ডের লেফট আর্ম স্পিনার মিচেল স্যান্টনারের ফুলটস বলে তিনি ক্লিন বোল্ড হয়ে যান। কোহলি আউট হতে না হতেই গোটা স্টেডিয়াম জুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা।
তবে একটা কথা স্বীকার করতেই হবে যে, স্যান্টনার হালে বেশ ভাল বল করছেন। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ লেফট আর্ম স্পিনার একেবারে টাইট লাইনে কোহলিকে বল করে যাচ্ছিলেন। ভারতীয় ইনিংসের ২৪তম ওভারে বল করতে আসেন তিনি। ওভারের চতুর্থ বলটা ফ্লাইটেড ডেলিভারি করেছিলেন তিনি।
দ্বিতীয় দিনের সকাল সকালই কোহলির সামনে একটা ফুলটস ডেলিভারির 'নজরানা' ছিল। তিনি বলটা লেগ সাইডে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়েছিলেন। বলতে গেলে এই শটটা চোখ বন্ধ করেই তিনি খেলতে পারেন। কিন্তু, শুক্রবার সকালে স্যান্টনারের ডেলিভারি টিম ইন্ডিয়ার এই কিংবদন্তী ব্যাটারকে সম্পূর্ণ পরাস্ত করে। বলের ফ্লাইট এবং ডিপে মার খেয়ে যান কোহলি।
বলটা একদিকে যখন স্টাম্পে আঘাত করছিল, ঠিক তখনই ভাঙছিল কোটি কোটি ভারতবাসীর হৃদয়। কোহলি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না যে এমন একটা 'লোপ্পা' বল তিনি কীভাবে মিস করলেন। কিছুক্ষণ তো তিনি হাঁটু মুড়ে ক্রিজের উপরেই বসে থাকলেন। তারপর ব্যাটটা উইকেটের উপরই সজোরে চালালেন। বুঝতে পারছিলেন যে কতটা বড় ভুল তিনি করে ফেলেছেন। এর খেসারত দিতে হবে টিম ইন্ডিয়াকে।
— Kirkit Expert (@expert42983) October 25, 2024
বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে হারের পর এমনিতেই চাপে রয়েছে টিম ইন্ডিয়া। তবে প্রথমদিন ওয়াশিংটন সুন্দরের সাত উইকেটের দৌলতে নিউজিল্যান্ড ২৫৯ রানে আটকে গিয়েছিল। কিন্তু, কে জানত যে এই রানটা তুলতেও টিম ইন্ডিয়াকে চোখের জলে নাকের জলে হতে হবে। একা বিরাট নন, টিম ইন্ডিয়ার কোনও ব্যাটারই কিউয়ি বোলারদের সামনে দাঁড়াতে পারছে না। ৩৭ ওভার শেষে ইতিমধ্যে টিম ইন্ডিয়া সাত উইকেট হারিয়ে ১০৫ রান করেছে। আপাতত উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১০) এবং ওয়াশিংটন সুন্দর (১)।