শেষ আপডেট: 25th September 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই কানপুর পৌঁছে গিয়েছে। মঙ্গলবার কানপুরের ল্যান্ডমার্ক হোটেলে ভারতীয় ক্রিকেট দলকে সাদরে অভ্যর্থনা জানানো হয়।
প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া ২৮০ রানে হেরে গিয়েছিল। পাশাপাশি দুই ম্যাচের এই টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এবার ভারতীয় ক্রিকেট দলের লক্ষ্য দ্বিতীয় টেস্ট ম্যাচেও বাংলাদেশকে হারিয়ে হোয়াইটওয়াশ করা।
কানপুরে পা রাখতে না রাখতেই টিম ইন্ডিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ সহ গোটা দলকে স্বাগত জানাচ্ছেন হোটেলকর্মীরা। ভাইরাল ভিডিয়োয় এক হোটেল কর্মীর 'উপসস মোমেন্ট' ক্যামেরাবন্দি হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলকে কানপুরে অভ্যর্থনা জানাতে হোটেল কর্মীরা একেবারে প্রস্তুত ছিলেন। তাঁদেরই মধ্যে একজন আবার ফুলের স্তবক বিরাটের হাতে দিয়ে অভ্যর্থনা জানান। অপর এক কর্মী আবার বিরাটের সঙ্গে করমর্দন করতে যান।
Virat Kohli's welcome at the Team Hotel in Kanpur ????❤️ pic.twitter.com/cq4ku5pK3C
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) September 24, 2024
সেইসময় কিং কোহলি আর হাত মেলাতে চাননি। তিনি খানিক বিরক্ত হয়েই বলেন, 'স্যার আমার তো দুটোই হাত।' একথা বলেই সটান হাঁটা লাগান বিরাট।
ভিডিয়োয় দেখা গিয়েছে, বিরাট কোহলির এক হাতে ব্যাগ, ফোন এবং ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে। অন্য হাতে রয়েছে ওই ফুলের স্তবক। সেকারণেই বিরাট কোহলির আর করমর্দন করতে চাননি।