শেষ আপডেট: 24th September 2024 18:06
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে বিজয় পতাকা উড়িয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ২৮০ রানে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে দুই ম্যাচের সিরিজেও টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে।
এই টেস্ট ম্যাচে প্রত্যেকের নজর টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির উপরেই ছিল। তবে ব্যাট হাতে তিনি একেবারে নজরকাড়া পারফরম্যান্স করতে পারেননি। দীর্ঘ সময় পর কিং কোহলি আরও একবার লাল বলের ক্রিকেটে কামব্যাক করেছেন। আশা করা হয়েছিল, তাঁর কামব্যাক বেশ ধামাকাদার হবে। কিন্তু, তেমনটা একেবারে হয়নি।
এবার কানপুরে তিনি বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে নামবেন। গ্রিন পার্কে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে বিরাটের সামনে রয়েছে জোড়া রেকর্ডের হাতছানি।
সবার আগে আমরা আলোচনা করব শচীন তেন্ডুলকর এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ৯৩ ইনিংসে ২৬,৯৬৫ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭,০০০ রানে চৌকাঠ স্পর্শ করতে কিং কোহলিকে আর মাত্র ৩৫ রান করতে হবে।
কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট যদি ৩৫ রান করেন, তাহলে তিনি নিজের রোল মডেল শচীনের রেকর্ড ভাঙতে পারেন। পাশাপাশি সবথেকে দ্রুত ২৭ হাজার রানের মালিকও হতে পারেন তিনি। প্রসঙ্গত, শচীন ৬২৩ ইনিংসে ২৭ হাজার রান পূরণ করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত মাত্র তিনজন ক্রিকেটারই ২৭ হাজার রানের চৌকাঠ স্পর্শ করতে পেরেছেন। শচীন ছাড়া বাকি দুজন হলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং এবং শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা।
বিরাট এখনও পর্যন্ত ১১৪ টেস্ট ম্যাচে ৪৮.৭৪ ব্যাটিং গড়ে মোট ৮,৮৭১ রান করেছেন। এরমধ্যে ২৯ শতরান রয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার ডন ব্র্যাডম্যান ৫২ টেস্ট ম্যাচে ২৯ শতরান করেছিলেন। সেই জায়গা থেকে কোহলির সামনে ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। টেস্ট ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় কিং কোহলি আপাতত ১৮ নম্বরে রয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন। তিনি ২০০ টেস্ট ম্যাচে ৫১ শতরান করেছেন।