শেষ আপডেট: 22nd October 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে ক্রমশ কামব্যাক করছেন বিরাট কোহলি। বেঙ্গালুরু টেস্টেই সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাট থেকে ৭০ রানের একটি ধামাকাদার ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। যদিও এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে হারতে হয়েছিল। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচটা পুনেতে আয়োজন করা হবে। এই ম্য়াচেও ভারতীয় ক্রিকেট সমর্থকরা বিরাট কোহলির থেকে একটা বড় ইনিংসের প্রত্যাশা করছেন। এই ম্য়াচে বিরাট কোহলির সামনে বেশ কয়েকটি রেকর্ড অপেক্ষা করছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাট কোহলি যথেষ্ট ভাল পারফরম্যান্স করছেন। এই টুর্নামেন্টে তিনি ৩৮.৭৭ ব্যাটিং গড়ে মোট ২,৪০৪ রান করেছেন। ইতিমধ্যে তিনি চারটে সেঞ্চুরি এবং ১১টি হাফসেঞ্চুরি করেছেন। যদি পুনে টেস্ট ম্য়াচে বিরাট কোহলি আর ২০ রান করতে পারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ডেভিড ওয়ার্নারের রান টপকে যেতে পারেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ডেভিড ওয়ার্নার ২,৪২৩ রান করেছেন।
টেস্ট কেরিয়ারে বিরাট কোহলি মোট ২৯ শতরান করেছেন। টেস্ট সেঞ্চুরির পরিসংখ্যানে তিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়ার কিংবদন্তী ব্যাটার ডন ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করেছেন। এই পরিস্থিতিতে বিরাট যদি দ্বিতীয় টেস্ট ম্য়াচে আরও একটা সেঞ্চুরি করতে পারে, তাহলে তিনি ব্র্যাডম্যানের রেকর্ডও ভেঙে ফেলতে পারবেন।
টেস্ট ক্রিকেটে সর্বাধিক হাফসেঞ্চুরি করার দৌড়ে গ্রেগ চ্যাপেল, সনৎ জয়সূর্য এবং ব্রেন্ডন ম্যাককুলাম এবং তামিম ইকবালকে পিছনে ফেলতে পারেন বিরাট কোহলি। যদি পুনেতে কিং কোহলি একটি হাফসেঞ্চুরি করতে পারেন, তাহলে সবাইকে তিনি টেক্কা দিতে পারবেন।
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৩৬ রান করেছেন। পুনে টেস্টে তিনি যদি আর ২৯ রান করতে পারে তাহলে নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের রেকর্ড তিনি ভাঙতে পারেন। ডাউলিং ভারতের বিরুদ্ধে মোট ৯৬৪ রান করেছেন। আর সেইসঙ্গে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বাধিক রানের তালিকায় বিরাট চার নম্বরে উঠে আসবেন।