শেষ আপডেট: 21st October 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচেই ৮ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই পরাজয়ের জন্য সিংহভাগ দায়ী প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার জঘন্য ব্যাটিং। যদিও দ্বিতীয় টেস্ট ম্য়াচে কামব্যাক করতে মরিয়া রোহিত ব্রিগেড। এই সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচটা পুনেতে আয়োজন করা হবে। আর এই কঠিন সময়ে ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা বিরাট কোহলির দিকে তাকিয়ে রয়েছেন। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাট থেকে ৭০ রানের একটা ঝকঝকে ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, পুনে ক্রিকেট স্টেডিয়ামেও বিরাট কোহলির ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচটা পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা হবে। টেস্ট ক্রিকেটে এই মাঠটির অবদান বিরাট কোহলির কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মাঠে বিরাট এখনও পর্যন্ত দুটো টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৩৩.৫০ ব্যাটিং গড়ে মোট ২৬৭ রান বেরিয়ে এসেছে। এই মাঠে কিং কোহলি একটি ডবল সেঞ্চুরিও করেছেন। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি ২৫৪ রানের একটি ধামাকাদার ইনিংস খেলেছিলেন।
২০২৪ সালে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির ফর্ম খুব একটা ভাল যাচ্ছিল না। তবে এবার তিনি হারানো ফর্ম ফিরে পেয়েছেন। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলি দুর্দান্ত ব্যাটিং করেন এবং ৭০ রানের একটি ধামাকাদার ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। বিরাটের এই ইনিংসে মোট আটটি বাউন্ডারি এবং একটি ছক্কা রয়েছে।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট রেকর্ড একেবারে গড়পড়তা বলা যেতে পারে। এই স্টেডিয়ামে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দুটো টেস্ট ম্য়াচ খেলেছে। এরমধ্যে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়াকে ৩৩৩ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল।
তবে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল এক ইনিংস এবং ১৩৭ রানে জয়লাভ করেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে ৬০১ রান করেছিল। রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ভেলকিতে প্রোটিয়া ব্রিগেড নাস্তানাবুদ হয়ে যায়। অশ্বিন একাই ৬ উইকেট শিকার করেছিলেন।