শেষ আপডেট: 26th September 2024 19:41
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হবে। প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া ২৮০ রানে জয়লাভ করেছিল। এই ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই রান করতে পারেননি। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম একাদশে এই দুই ক্রিকেটারই যে থাকবেন, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু, অনুশীলনের সময় কিছুটা হলেও উদ্বেগ বাড়ালেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি।
চার ওভারের মধ্যে ২ বার আউট
ভারতীয় ক্রিকেট দল অনুশীলন করার সময় টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি বল করছিলেন জামশেদ আলম। কিন্তু, ব্যাট হাতে কিং কোহলিকে যথেষ্ট অস্বস্তিতে দেখা যায়। জামশেদ আলম তাঁকে চার ওভারের মধ্যে ২ বার আউট করলেন। পেস বোলার জামশেদ আলম বিরাটের দুর্বলতা খুঁজে বের করে সেখানেই প্রতিটা ডেলিভারি করছিলেন। আর ২ বারই কোহলি জামশেদের আউট সুইংয়ে পরাস্ত হন এবং উইকেট খুইয়ে বসেন। প্রসঙ্গত, প্রথম টেস্ট ম্যাচেও এভাবেই আউট হয়েছিলেন বিরাট কোহলি। তাঁর পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট সমর্থকদের যথেষ্ট হতাশ করেছিল।
নেটে জামশেদ আলমের পাশাপাশি বিরাট কোহলিকে আউট করেন জসপ্রীত বুমরাহও। এইবেলা বুমরাহ কিং কোহলির সামনে কিছুটা তাচ্ছ্বিল্যের হাসি হেসে যান। বুমরাহের বলে কোহলি যখন পরাস্ত হন, সেই সময় টিম ইন্ডিয়ার এই তারকা পেসার বিরাটের দিকে এগিয়ে আসেন। বলেন, 'এভাবে রান করবে?' যদিও এরপরও বিরাট হাল ছাড়েননি। তিনি অনুশীলন চালিয়ে যান। ২০১৬ সালে কানপুরে একটাই মাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন বিরাট। সেইসময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে জোড়া ইনিংসে তিনি যথাক্রমে ৯ এবং ১৮ রান করেছিলেন।
জামশেদ নেট বোলার হিসেবে বিরাট কোহলির উইকেট শিকার করে সকলের নজর কেড়েছেন। আগামীদিনে টিম ইন্ডিয়াতেও হয়ত সুযোগ পেতে পারেন। উল্লেখ্য, বৃহস্পতিবার নেট সেশনে বিরাট মোট তিনবার আউট হয়েছেন। অন্যদিকে রোহিত শর্মাকে কোনও বোলারই আউট করতে পারেননি।