শেষ আপডেট: 4th January 2025 14:02
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আপাতত পঞ্চম টেস্ট ম্যাচ সিডনিতে খেলা হচ্ছে। এই ম্যাচের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৮৫ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা আরও একবার জঘন্য পারফরম্যান্স করলেন। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ফ্লপ হয়েছে। পুরনো ভুল আওড়ে আরও একবার আউট হয়েছেন বিরাট কোহলি। এছাড়া শুভমান গিলও তেমন নজর কাড়তে পারেননি। ভারতের এই দুই ব্যাটারের পারফরম্যান্সে সমর্থকরাও যারপরনাই হতাশ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।
বিরাট কোহলি যখন সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছিলেন, সেইসময় তাঁর বডি ল্যাঙ্গুয়েজ দেখে সবারই বেশ ভাল লাগছিল। সমর্থকরা আশা করেছিলেন, তিনি হয়ত লম্বা ইনিংস খেলতে পারবেন। কিন্তু, আরও একবার অফস্টাম্পের বাইরের বল নিয়ে ছেলেখেলা করতে গিয়ে তিনি উইকেট খুইয়ে বসেন। স্কট বোল্যান্ড আরও একবার বিরাটকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন।
দ্বিতীয় ইনিংসে বিরাট মাত্র ৬ রান করে আউট হলেন। আউট হওয়ার পর কোহলি নিজেও হতাশায় ভেঙে পড়েন। এই সিরিজে বিরাটকে প্রতিবারই এই একই ভুল আওড়াতে দেখা গিয়েছে। প্রত্যেক ম্যাচেই বিরাটের ব্যাটিং নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু, নিজের ভুল থেকে বিরাট শিক্ষা নিতে পারছেন না।
Virat Kohli went straight to nets and started practising after the dismissal . Dedicated level ???? pic.twitter.com/VymczSVR8Z
— Dev ???????? (@time__square) January 4, 2025
Virat Kohli in 2024-25 BGT. pic.twitter.com/xsKGips7Ew
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 4, 2025
Virat Kohli: Please Drop Yourself as well
— Sushant Mehta (@SushantNMehta) January 4, 2025
Besharam hai.. sarfaraz ko hi khila lete .. koi toh kuch krta
— GautamGJj (@GautamGjJ) January 4, 2025
অন্যদিকে, রোহিত শর্মার জায়গায় সিডনি টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শুভমান গিল। কিন্তু, তিনিও খুব বেশিক্ষণ উইকেটে সময় কাটাতে পারেননি। মাত্র ১৫ বল খেলে তিনি ১৩ রান করেছেন। বড় শট হাঁকাতে গিয়ে শুভমান আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে ওয়েবস্টার গিলের উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে তিনি ২০ রান করেছিলেন।
Shubman Gill in BGT 2020-2021 - 51.80 Avg
— ARPIT• (@ImArpit_18) January 4, 2025
Shubman Gill in BGT 2022-2023 - 51.33 Avg
Shubman Gill in BGT 2024-2025 - 18.60 Avg*
No hunger to score runs is left in him. pic.twitter.com/y8Ktu9EnB7
What if Ruturaj Gaikwad was backed like Shubman Gill in all the formats? He would have given better returns!! pic.twitter.com/l5KwScEonh
— abhay singh (@abhaysingh_13) January 4, 2025
সিডনি টেস্টে দ্বিতীয় দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষ টিম ইন্ডিয়া ৬ উইকেটে ১৪১ রান করেছে। আপাতত টিম ইন্ডিয়া ১৪৫ রানে এগিয়ে রয়েছে। তবে ভারতের হাতে আর ৪ উইকেট বাকি রয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় দিন আরও ৫০ থেকে ৭০ রান যোগ করতে পারে কি না, সেটাই আপাতত দেখার। উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৮) এবং ওয়াশিংটন সুন্দর (৬)।