শেষ আপডেট: 14th January 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো : আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব। অস্ট্রেলিয়ায় আয়োজিত বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়ার হারের পর ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। এই গোটা সিরিজে বিরাট কোহলি, শুভমান গিল থেকে শুরু করে টিম ইন্ডিয়ার রোহিত শর্মা পর্যন্ত ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ হয়েছেন।
এরপরই ভারতীয় ক্রিকেট দলের রথী-মহারথীদের ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্ব মাথায় রেখে দিল্লি ক্রিকেট দল স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে বিরাট কোহলি এবং ঋষভ পন্থের নামও রাখা হয়েছে।
বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং হর্ষিত রানাকে ২০২৪-২৫ রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বের সম্ভাব্য দলে রাখল দিল্লি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) DDCA-র পক্ষ থেকে ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে রয়েছেন আয়ুশ বদৌনি, নভদীপ সাইনি এবং যশ ধূলও। ২০১২ সালে বিরাট কোহলি শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন। উত্তর প্রদেশের বিরুদ্ধে আয়োজিত সেই ম্যাচে দুই ইনিংসে তিনি যথাক্রমে ১৪ এবং ৪২ রান করেন। এরপর থেকে তিনি আর কোনও রঞ্জি ম্যাচ খেলেননি।
দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা অবশ্য মনে করেন না যে বিরাট কোহলি কিংবা ঋষভ পন্থ এই দলের হয়ে খেলবেন। তিনি বললেন, 'বিরাট এবং ঋষভ দুজনকেই সম্ভাব্য সূচিতে রাখা হয়েছে। রনজি ট্রফি ক্যাম্প আপাতত চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও খেলোয়াড়দের রঞ্জি খেলার পরামর্শ দিয়েছে। আমার মতে, বিরাট এবং ঋষভের অন্তত একটা হলেও ম্যাচ খেলা উচিত। কিন্তু ওঁরা খেলবেন কি না, সেই ব্যাপারে আমি নিশ্চিত নই।'
বিরাট কোহলি, ঋষভ পন্থ, হর্ষিত রানা, আয়ুশ বদৌনি, সনৎ সাংওয়ান, গগন বৎস, যশ ধূল, অনুজ রাওয়াত, জন্টি সিধু, সিদ্ধান্ত শর্মা, হিম্মত সিং, নভদীপ সাইনি, প্রণব রাজবংশী, সুমিত মাথুর, মানি গারেওয়াল, শিবং ত্যাগী, শিবাঙ্ক বশিষ্ট, মায়াঙ্ক গুসাইন, বৈভব কাণ্ডপাল, হিমাংশু চৌহান, হর্ষ ত্যাগী, প্রিন্স যাদব, আয়ুশ সিং, অখিল চৌধুরি, রিত্তিক শৌকিন, লক্ষ্য থারেজা, আয়ুশ দোসেজা, অর্পিত রানা, বিকাশ সালঙ্কি, সমর্থ শেঠ, রৌনক বাঘেলা, অনিরুদ্ধ চৌধুরি, রাহুল গেহলট, ভগবান সিং, মায়াঙ্ক রাওয়াত, তেজস্বী দাহিয়া, প্রতীক, রাহুল ডাগর, আরিয়ান রানা, সলিল মালহোত্রা এবং জীতেশ সিং।