শেষ আপডেট: 24th December 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে গোটা দেশ কার্যত উদ্বিগ্ন হয়ে পড়ে। ইতিমধ্যে গত শনিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সেকারণে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তিও করা হয়েছে। কিন্তু, কাম্বলির আর্থিক পরিস্থিতির কথা আমরা সকলেই জানি। তাঁর সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। এই পরিস্থিতিতে চিকিৎসার বিশাল খরচ তিনি কীভাবে সামলাচ্ছেন, তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল বিনোদ কাম্বলিকে। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরও। কাম্বলির শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সচিনকে দেখে তিনি উঠে দাঁড়াতে পর্যন্ত পারেননি। এই পরিস্থিতিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতীয় ক্রিকেট সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় কাম্বলির শারীরিক অসুস্থতা নিয়ে হা-হুতাশ শুরু করেন।
ইতিমধ্যে কাম্বলির একটি পুরনো ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে তিনি বলেন যে তাঁর আর্থিক অবস্থা একেবারেই ভাল নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে তিনি মাত্র ৩০,০০০ টাকা পেনশন পান। সেই টাকাতেই তাঁকে কোনওক্রমে সংসার চালাতে হয়। প্রসঙ্গত, কাম্বলি একটা সময় ক্রিকেটে জনপ্রিয়তা লাভ করার পর বিশৃঙ্খল জীবনযাপন শুরু করেছিলেন। প্রায় প্রতিদিনই মদের ফোয়ারায় ডুবে থাকতেন তিনি। আর সেকারণেই জমানো পুঁজিও জলের মতো খরচ হয়ে যায়। সম্প্রতি তিনি নিজের চিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সাহায্যও চেয়েছিলেন।
এই পরিস্থিতিতে শনিবার তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য়ের অভাব ছিল। পাশাপাশি মূত্রনালীতেও দেখা গিয়েছিল সংক্রমণ। এর উপরে আবার শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ঘাটতি দেখা গিয়েছে। সেকারণে রক্তের প্রবাহ অনেকটাই কমে গিয়েছে। সেকারণে গোটা শরীরে যন্ত্রণা হচ্ছে। এই বিশাল খরচ কে জোগাচ্ছে কে?
ওই হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাম্বলির যাবতীয় চিকিৎসা একেবারে বিনামূল্যে করা হবে। সেইসঙ্গে তিনি এও আশ্বাস দিয়েছেন যে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ব্যাটার সারা জীবন বিনামূল্যে এই হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। এই আশ্বাস কাম্বলিকে অনেকটাই মানসিক শক্তি দিয়েছে।