শেষ আপডেট: 5th December 2024 12:30
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিংবদন্তি ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কিন্তু, কাম্বলির শারীরিক অবস্থা দেখে গোটা দেশ কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছে।
কাম্বলিকে নিয়ে আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, তিনি ঠিক করে হাঁটতেও পারছেন না। এমনকী, দাঁড়ানোর জন্য তাঁকে একটি মোটরবাইকের সাহায্য নিতে হচ্ছে। আর বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, এই অনুষ্ঠানে তাঁর ছোটবেলার বন্ধু তথা ভারতের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরও এসেছিলেন। কিন্তু, তাঁকে আলিঙ্গন করার জন্য তিনি ঠিক করে দাঁড়াতেও পারছেন না।
ইতিমধ্যে বিনোদ কাম্বলির এক ঘনিষ্ঠ বন্ধু প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন যে ইতিমধ্যে কাম্বলিকে ১৪ বার রিহ্যাবে নিয়ে যাওয়া হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়াকে মার্কাস কৌটো (প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রাক্তন আম্পায়ার) বলেছেন, 'বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। ওঁর শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে।'
সঙ্গে তিনি আরও জানিয়েছেন, 'ওঁকে আর রিহ্যাবে নিয়ে গিয়ে কোনও লাভ নেই। ইতিমধ্যে ১৪ বার নিয়ে যাওয়া হয়েছে! ভাসাইয়ের একটি রিহ্যাব সেন্টারে তো আমরা তিনবার গিয়েছিলাম।'
গত অগাস্ট মাসে বান্দ্রায় অবস্থিত কাম্বলির বাড়িতে গিয়েছিলেন কৌটো। সেইসময়ই সোশ্যাল মিডিয়ায় ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের হাঁটার ভিডিওটি ভাইরাল হয়েছিল।
উল্লেখ্য, বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট অধিনায়ক কপিল দেবও কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে কপিল স্পষ্ট করে দিয়েছিল, কাম্বলি যদি নিজেকে শোধরান, তাহলেই তিনি সাহায্য করবেন।