শেষ আপডেট: 10th December 2024 15:13
দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির একটা সময় যথেষ্ট নামডাক ছিল। ক্রিকেট বিশ্বে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। আর সেকারণে যশ এবং বৈভবও উপচে পড়েছিল। অভাব ছিল না অর্থেরও।
টেস্ট ক্রিকেটে তিনি এমন ধামাকাদার এন্ট্রি নিয়েছিলেন, যা অনেক ব্যাটারের কাছে আজও স্বপ্ন! প্রথম ৭ টেস্ট ম্যাচের মধ্যে তিনি জোড়া ডবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাঁর ব্যাটিং গড় ছিল ১০০-র উপরে। এই সাতটি টেস্ট ম্যাচে তিনি মোট ৭৯৩ রান করেন। ব্যাটিং গড়ে টেক্কা দেন ডন ব্র্যাডম্যানকেও। কিন্তু, এরপরই গোটা ছবিটা বদলে যায়। কয়েকবছরের মধ্যেই খ্যাতির চূড়া থেকে সোজা মাটিতে নেমে আসেন।
সূত্রের খবর, একটা সময় বিনোদ কাম্বলির মোট সম্পত্তির পরিমাণ ছিল ২০ কোটি টাকা। কিন্তু, এখনও পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে। যে ক্রিকেটার একটা সময় বিলাসবহুল জীবন কাটিয়েছিলেন, আজ প্রতিটা পয়সা তাঁকে হিসেব করে খরচ করতে হয়।
বিগত কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতায় জর্জরিত বিনোদ কাম্বলি। এমনকী, চিকিৎসা করানোর টাকাও তাঁর কাছে নেই। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তিনি যে পেনশন পান, তাতেই কোনওক্রমে সংসার চালাতে হয়। প্রতি মাসে বিসিসিআই তাঁকে ৩০ হাজার টাকা পেনশন দেয়।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে ভারতীয় ক্রিকেট দলে ডেবিউ করেছিলেন বিনোদ কাম্বলি। কিন্তু, তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার যথেষ্ট সংক্ষিপ্ত ছিল। গোটা কেরিয়ারে তিনি মাত্র ১৭ টেস্ট ম্যাচ খেলেন। লাল বলের ক্রিকেটে তিনি ৫৪.২ ব্যাটিং গড়ে মোট ১,০৮৪ রান করেন। কাম্বলির ব্যাট থেকে তিনটে হাফসেঞ্চুরি, চারটে সেঞ্চুরি এবং জোড়া দ্বিশতরান দেখতে পাওয়া গিয়েছে।
পাশাপাশি টিম ইন্ডিয়ার হয়ে তিনি ১০৪ একদিনের ম্যাচ খেলেন। সাদা বলের ফরম্যাটে তিনি ৩২.৫৯ ব্যাটিং গড়ে ২,৪৭৭ রান করেন। এরমধ্যে জোড়া হাফসেঞ্চুরি এবং দুটো শতরান রয়েছে।