শেষ আপডেট: 6th August 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: বিনোদ কাম্বলি কি খুব অসুস্থ? তিনি কি স্নায়ু রোগে ভুগছেন? নাকি তিনি মদ্যপ! এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ চর্চা চলছে। মঙ্গলবার সকাল থেকে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে দেখা গিয়েছে মুম্বইয়ের একটি স্থানে নিজের বাইককে স্ট্যান্ড করে হাঁটার ক্ষমতা নেই ভারতের নামী প্রাক্তন ক্রিকেটারের।
কাম্বলি ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। তিনি বহুদিন ধরে অন্তরালে রয়েছেন। একটা সময় তিনি নিজেই জানিয়েছিলেন, আর্থিক কষ্টে ভুগছেন। তাঁর বাল্যবন্ধু শচীন তেন্ডুলকারের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে কীনা জানা যায়নি।
Sad look at Vinod Kambli’s condition.look what Alcohol & high ego can do???????????????? .
— #BC???????? (@binugazi) August 6, 2024
But I expected @sachin_rt would come for his rescue and try to rehabilitate Vinod Kambli .@imVkohli @RaviShastriOfc @RahulDravidFC #VinodKambli @BCCI @JayShah @SGanguly99 pic.twitter.com/mqlidlKg4I
ওই ভিডিওতে দেখা গিয়েছে, কাম্বলি এতটাই অশক্ত যে ভাল করে হাঁটতে পর্যন্ত পারছেন না। তিনি অতীতে মাদকাসক্ত ছিলেন, তিনি সারাক্ষণ নেশা করে থাকতেন। সেই অনুমান থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন, কাম্বলির কী অবস্থা! তিনি এত মদ খেয়েছেন, হাঁটতেই পারছেন না। বাইকটি কোনওক্রমে স্ট্যান্ড করে তারপর দাঁড়ানোর মতো অবস্থা নেই তাঁর। কেউ অবশ্য বলছেন, কাম্বলি মনে হয় স্নায়ু রোগে আক্রান্ত, তাই হাঁটতে পারছেন না ভাল করে।
ওই ভিডিওতে অবশ্য দেখা গিয়েছে, কাম্বলিকে যাঁরা ধরাধরি করে নিয়ে যাচ্ছেন, তাঁরা হাসাহাসি করছেন। সেই থেকেই মনে হয়েছে, কেউ অসুস্থ থাকলে কেউ কী এমনভাবে হাসতে পারে? সেইজন্যই ধারণা করা হচ্ছে, কাম্বলি মদ্যপ, তাই তাঁর চলার শক্তি পর্যন্ত নেই! কারণ অতীতে দেখা গিয়েছে মদ্যপ অবস্থায় তিনি তাঁর স্ত্রীকে মেরেছেন। আবার পথচারীকে গাড়ি নিয়ে ধাক্কাও মেরেছেন।