শেষ আপডেট: 5th January 2025 07:36
দ্য ওয়াল ব্যুরো : গোটা দেশজুড়ে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। খারাপ ব্যাটিং পারফরম্যান্সের কারণে সিডনি টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন রোহিত। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে। রোহিত কি আদৌ নিজের সিদ্ধান্তে সরে দাঁড়িয়েছেন, না গৌতম গম্ভীরের আদেশে তাঁকে সরে দাঁড়াতে হয়েছে? ইতিমধ্যে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান (Vidya Balan) এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ট্রোলড হলেন। আসুন জেনে নেওয়া যাক, বিদ্যা কী এমন বলেছেন যে কারণে তাঁকে সমালোচনার শিকার হতে হল।
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি রোহিত শর্মাকে নিয়ে একটি পোস্ট করেছেন। আর সেটাই তাঁর কাছে কার্যত বুমেরাং হয়ে ফিরে এসেছে। আসলে, ২০২৪-২৫ বর্ডার-গাভাসকার ট্রফির সিডনি টেস্ট থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে তিনি ভরপুর প্রশংসা করেছেন। এই পোস্টের পরই সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন বিদ্যা। সোশ্যাল মিডিয়ায় 'মঞ্জুলিকা'কে নিয়ে আপাতত ট্রোলের বন্যা বইছে।
আপনি হয়ত ভাবছেন যে কী এমন লিখেছেন বিদ্য়া বালান যে তাঁকে নিয়ে এমন সমালোচনার ঝড় বইতে শুরু করেছে? সোশ্যাল মিডিয়ায় এই বলিউড অভিনেত্রী লিখেছেন, 'রোহিত শর্মা, একজন সত্যিকারের সুপারস্টার! খানিকটা থেমে বিরতি নেওয়ার জন্য যথেষ্ট মানসিক শক্তি দরকার... আপনি আরও শক্তি সঞ্চয় করুন... আপনার জন্য সম্মান রইল!@ImRo45।' এই কমেন্ট করেই কার্যত বিপদে পড়েছেন বিদ্যা বালান। একজন নেট নাগরিক লিখেছেন, 'ম্যাডাম আপনি আগে রোহিত শর্মার ইনস্টাগ্রাম ফলো করুন। তারপর এই ব্যাপারে মন্তব্য করুন।'
Rohit Sharma, what a SUPERSTAR ????!!
— vidya balan (@vidya_balan) January 4, 2025
To take a pause & catch your breath requires courage … More power to you … Respect ???? !! @ImRo45
এই পোস্টের কারণে বিদ্যা বালান ইতিমধ্য়েই সমালোচকদের নিশানায় চলে এসেছেন। একের পর এক ট্রোলিংয়ের শিকার হচ্ছেন তিনি। একজন লিখেছেন - এই কথাটা শুনে খুব হাসি পাচ্ছে। মুখোশ খুলে যাওয়ার পরও থামতে চাইছেন না। অপর একজন আবার লিখেছেন - দয়া করে সিরিজ শেষ হওয়ার পরই এইসব মন্তব্য করবেন। আপনি ঋষভ পন্থের দুর্দান্ত ইনিংস নিয়েও মন্তব্য করতে পারতেন।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট দল আপাতত খুব একটা ভাল জায়গায় নেই। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ের জন্য় ১৬২ রান দরকার ছিল। লাঞ্চ ব্রেকের পর অজিদের সামনে আপাতত ৯১ রান দরকার। হাতে এখনও ৭ উইকেট রয়েছে। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে বল করতে পারছেন না জসপ্রীত বুমরাহ। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যে স্বস্তিতে নেই, তা বলা যেতেই পারে।