শেষ আপডেট: 31st October 2024 14:39
দ্য ওয়াল ব্যুরো: অগ্নি চোপড়া। নামটা আপনাদের অনেকের কাছেই হয়ত অজানা হতে পারে। সম্পর্কে তিনি দেশের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বিধু বিনোদ চোপড়ার ছেলে। কিন্তু, ঘরোয়া ক্রিকেটে তিনি যে তাণ্ডবলীলা শুরু করেছে, সেকারণে ইতিমধ্যে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি।
চলতি রনজি ট্রফিতে একের পর এক ডবল সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বোলারদের ত্রাস হয়ে উঠেছেন। ভেঙে ফেলেছেন কিংবদন্তী ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের রেকর্ডও। গত তিন ম্য়াচে অগ্নির ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া গিয়েছে। আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি ভারতীয় ক্রিকেট দলের দরজা অগ্নির সামনে খুলে যাবে।
প্রসঙ্গত, মুম্বইয়ে বড় হয়ে উঠলেও মিজোরামের হয়ে রনজি ট্রফি খেলেন অগ্নি চোপড়া। দুই ইনিংসে তিনি যথাক্রমে ২১৮ এবং ২৬৯ রান করেন। ইতিপূর্বে অহমেদাবাদের দল তাঁকে রিমান্ডে নিয়েছিল। সেইসময় তিনি ১১০ বলে ২৩৮ রান করেছিলেন। আর গত তিন ম্যাচে অগ্নি এই নিয়ে তৃতীয়বার ১০০+ রান করলেন।
অগ্নি চোপড়া মুম্বইয়ের হয়ে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ ক্রিকেট খেলেছেন। কিন্তু, পরবর্তীকালে তিনি মিজোরামের হয়ে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর থেকেই ব্যাট হাতে তিনি তাণ্ডবলীলা শুরু করেন। মিজোরামের হয়ে প্রথম চারটে রনজি ম্য়াচে পাঁচটি শতরান করেছেন তিনি।
প্রথম শ্রেণীর ক্রিকেটে অগ্নি দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। তিনি এমন কৃতিত্ব অর্জন করেছেন যা আজ পর্যন্ত ডন ব্র্যাডম্যানও করতে পারেননি। প্রথম শ্রেণীর ক্রিকেটে অগ্নি প্রথম চারটে ম্য়াচেই শতরান করেছেন। ৯ ম্যাচের ১৭ ইনিংসে তিনি মোট ১,৫৮৫ রান করেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে আটটি শতরান দেখা গিয়েছে।