শেষ আপডেট: 10th January 2025 17:11
দ্য ওয়াল ব্যুরো : অবসর গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিডস্টার বরুণ অ্যারন। শুক্রবার (১০ জানুয়ারি) তিনি এই ঘোষণা করেছেন। ১৭ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অবশেষে পর্দা টানলেন টিম ইন্ডিয়ার এই তারকা পেসার। ভারতের হয়ে তিনি মোট ১৮টি ম্যাচ খেলেছেন।
২০২৪-২৫ বিজয় হাজারে ট্রফি থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে ঝাড়খণ্ড ক্রিকেট দল। এরপরই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বরুণ। এই টুর্নামেন্টে তিনি মোট তিনটে উইকেট শিকার করেন। বোলিং গড় ছিল ৫৩.৩৩।
২০১০-১১ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে বরুণ অ্যারন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে তিনি ধারাবাহিকভাবে বল করেছিলেন। ভারতের হয়ে তিনি ৯ টেস্ট ম্যাচে এবং ৯ ওয়ানডে খেলেছেন। ২০১৫ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার খেলতে নেমেছিলেন। ম্যাচটি বেঙ্গালুরুতে আয়োজন করা হয়েছিল।
পাশাপাশি ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে বরুণ অ্যারন মোট ৯ মরশুম আইপিএল টুর্নামেন্ট খেলেছিলেন। ইতিমধ্যে তাঁকে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), কিংস ইলেভেন পঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন।
View this post on Instagram
অবসর গ্রহণ প্রসঙ্গে বরুণ অ্যারন বললেন, 'গত ২০ বছর ধরে এই ফাস্ট বোলিং নিয়েই আমি বেঁচেছি, শ্বাস গ্রহণ করেছি, আরও বেশি গতি বাড়ানোর চেষ্টা করেছি। আজ প্রত্যেককে ধন্যবাদ জানিয়েই আমি ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলাম।'
পাশাপাশি তিনি আরও যোগ করেছেন যে জীবনের অন্য আনন্দগুলো এবার উপভোগ করতে চান। তবে ভবিষ্যতে ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে।