জাভেদ আখতার-বিরাট কোহলি
শেষ আপডেট: 25th February 2025 11:28
দ্য ওয়াল ব্যুরো: ট্রোলবাজদের উৎপাত জাভেদ আখতারের (Javed Akhtar) জন্য নতুন কিছু নয়। এর আগেও বহুবার নানান ইস্যুতে ট্রোলারদের (Trollers) বিদ্রূপের মুখে পড়তে হয়েছে অশীতিপর গীতিকার ও কবিকে। গতকালও তার অন্যথা হল না। এবার অবশ্য বিজেপি সরকার কিংবা নরেন্দ্র মোদী নন, ঘটনা আবর্তিত হল ভারতের (India) জয় ও বিরাট কোহলির (Virat Kohli) সেঞ্চুরিকে ঘিরে।
গত পরশু দুবাইয়ের ময়দানে পাকিস্তানকে একতরফা লড়াইয়ে পরাস্ত করে টিম ইন্ডিয়া। প্রথমে দুর্দান্ত বোলিং। তারপর দাপুটে ব্যাটিং। যার সুবাদে ২৪২ রানের টার্গেট সহজেই হাসিল করে ফেলেন রোহিতরা। আর এই জয়ের অন্যতম কাণ্ডারী হিসেবে খবরের শিরোনামে উঠে আসেন বিরাট কোহলি।
ম্যাচের শেষতক অপরাজিত থেকে শতরান হাঁকিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী টিমের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনাকে কুর্নিশ জানিয়েছেন আমজনতা থেকে ক্রিকেট বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের অনেকে। বিনোদন দুনিয়াও তার ব্যতিক্রম নয়। বাকিদের মতো জাভেদ আখতারও ভারতের জয়ের পর এক্স-হ্যান্ডেলে লেখেন—‘বিরাট কোহলি জিন্দাবাদ! আমরা সবাই তোমার জন্য খুবই গর্বিত!’
এরপরই সাম্প্রদায়িকতার ধুয়ো তুলে আক্রমণে নেমে পড়ে ট্রোলার-বাহিনী। তাদের মধ্যে একজন ওই পোস্টের রিপ্লাইয়ে মন্তব্য করে—‘আজ সূর্য কোন দিকে উঠেছে? ভেতর ভেতর তো আপনার দুঃখই হচ্ছে।‘
যেহেতু জাভেদ আখতার এর আগে অনেকবার সেকুলারিজমের হয়ে ব্যাট ধরে গোঁড়া হিন্দুত্বের সমালোচনা করেছেন, তাই তাঁকে সাম্প্রদায়িক ছকে বেঁধে সমালোচনা করে থাকে অনেকে। এবারও তার অন্যথা হয়নি।
জবাবে বর্ষীয়ান গীতিকার যদিও চুপ থাকেননি। হিন্দিতে চাঁচাছোলা ভাষায় পালটা জবাব দিয়েছেন, যার তর্জমা করলে দাঁড়ায়—‘তোমার বাপ-ঠাকুর্দারা যখন ইংরেজদের জুতো চাটত তখন আমি দেশকে স্বাধীন করতে লড়াই করছিলাম। বন্দি ছিলাম কালা পানির জেলে। আমার ধমনীতে দেশভক্তের রক্ত বইছে আর তোমার ধমনীতে বইছে ব্রিটিশদের চারকের রক্ত। এই ফারাকটা ভুলো না।‘
Aaj suraj kaha se nikla. Andar se dukh hoga apko to
— Professor Sahab (@ProfesorSahab) February 23, 2025
এরপরও ট্রোলের দাপট না থামায় জাভেদ লিখতে বাধ্য হন—‘আমি শুধু এটুকুই বলব, তুমি একজন নীচুমনের লোক এবং এভাবেই একদিন মারা যাবে। দেশভক্তি কী সেটা তোমার পক্ষে জানা সম্ভব নয়!’
উল্লেখ্য, ধর্মপ্রাণ মুসলিম পরিবারে বেড়ে উঠলেও জাভেদ আখতার নিজেকে বহুবার নাস্তিক বলে দাবি করেছেন। তাঁর দুই ছেলেমেয়ে ফারহান ও জোয়া আখতারও বাবার মতো ধর্মমোহমুক্ত নাস্তিক। জাভেদের ঠাকুরদার বাবা ফজল-এ-হক খয়েরবন্দি ছিলেন স্বনামধন্য কবি, শিক্ষাবিদ--১৮৫৭-র সিপাহি বিদ্রোহের অন্যতম উদগাতা। উনিশ শতকে ব্রিটিশ-বিরোধী একাধিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।