শেষ আপডেট: 8th December 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো : শেষ হল ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ। অ্যাডিলেড টেস্টে ১০ উইকেটে পরাস্ত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। মাত্র তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেল গোলাপি বল টেস্ট ম্যাচ।
এই ম্যাচের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত শতরান করেন ট্রাভিস হেড। কিন্তু, এই সেঞ্চুরি করার সময়ই ভারতীয় পেসার মহম্মদ সিরাজের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়েছিল।
আউট হওয়ার পর হেড প্রথমে সিরাজকে কিছু একটা বলেন। জবাবে পালটা দেন সিরাজও। বেশ খানিকক্ষণ ধরে এই ঝামেলা চলেছিল।
পরে অবশ্য হেড জানান যে তিনি সিরাজের বলের প্রশংসা করছিলেন। নেহাতই মজা করে তিনি কথাগুলো বলেন। তবে সিরাজ জানান, ট্রাভিস মিথ্যে কথা বলছেন। তিনি প্রশংসা তো করেননি, মজা তো অনেক দুরের কথা।
তৃতীয় দিন টিম ইন্ডিয়ার হয়ে মহম্মদ সিরাজ যখন ব্যাট করতে নেমেছিলেন, সেইসময় ট্রাভিস হেড নিজেই সিরাজের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। স্টাম্প মাইকে শোনা যায় যে হেড বলছেন, 'ভাই, কিছু মনে করিস না। ব্যক্তিগত আক্রোশ থেকে আমি কিছু বলিনি।' জবাবে সিরাজও ইতিবাচক সম্মতি দেন। ব্যাপারটা ওখানেই মিটমাট হয়ে যায়।
Travis Head: "I swear I said well bowled."
— Sameer Allana (@HitmanCricket) December 8, 2024
Mohammed Siraj: "I also said well batted."
Travis Head: "Cool."pic.twitter.com/ODqRhHo2Eh
কিন্তু, এই ভিডিওয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। আসতে শুরু করেছে সিরাজের সেই জনপ্রিয় DSP মিমও। অনেকেই বলছেন, ট্রাভিস হেডকে ভারতে আইপিএল টুর্নামেন্ট খেলতে আসতেই হবে। ভারতে থাকতে হবে মাস দুয়েকের বেশি সময়। এই পরিস্থিতিতে ভারতীয় পুলিশের সঙ্গে শত্রুতা বাড়াবেন না বলেই সিরাজের দিকে তিনি বন্ধুত্বের হাত বাড়িয়েছেন।
প্রসঙ্গত, সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল নিলামের আগে যে ৫ ক্রিকেটারকে রিটেন করেছিল, তাঁদের মধ্যে একজন হলেন এই ট্রাভিস হেড। হায়দরাবাদ এই অজি তারকাকে ১৪ কোটি টাকায় রিটেন করেছে। আশা করা হচ্ছে, আগামী মরশুমে অভিষেক শর্মার সঙ্গে তাঁকে ওপেন করতে দেখা যাবে।