শেষ আপডেট: 30th December 2024 10:32
দ্য ওয়াল ব্যুরো : ভারত বনাম অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্ট ম্য়াচ ইতিমধ্যে বেশ জমে উঠেছে। চা-পানের বিরতি থেকে ফিরেই চতুর্থ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। ঋষভ পন্থের উইকেট তুলে নেন ট্রাভিস হেড। অভিযোগ, এই উইকেট শিকারের পরই প্রকাশ্যে যৌন ইঙ্গিত করেন। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
ভারতীয় ইনিংসের ৫৯ ওভারে বল করতে এসেছিলেন ট্রাভিস হেড। ওভারের চতুর্থ বলে তিনি পন্থকে আউট করে দেন। অফসাইডের বাইরে শর্ট ডেলিভারি ছিল। ঋষভ পুল করতে গিয়েছিলেন। কিন্তু, দুরত্বটা ঠিকঠাক মাপতে পারেননি। অবশেষে লং অনে দুর্দান্ত ক্যাচ লুফে নেন মিচেল মার্শ। ঋষভকে ১০৪ বলে ৩০ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়।
এই উইকেট শিকারের পরই আজব সেলিব্রেশন করলেন ট্রাভিস হেড। হাতের আঙুল দিয়ে তিনি অশ্লীল ইঙ্গিত করেন। তবে ট্রাভিসের মনে অন্য কিছু ছিল কি না, সেই ব্যাপারে এখনও জানা যায়নি।
Rishabh Pant dismissed for 30(104)
— The Khel India (@TheKhelIndia) December 30, 2024
A weird celebration from Travis Head ????pic.twitter.com/yKJmbUDNmv
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ৬৩ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করেছে। ইতিমধ্যে ২ রান করে ফিরে গিয়েছেন রবীন্দ্র জাদেজাও। এক নিমেষেই গোটা ম্য়াচের রং যেন বদলে গেল। আপাতত উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ৭৪ রানে ব্যাট করছেন। ব্যাট করতে নেমেছেন নীতীশ কুমার রেড্ডি। প্রথম ইনিংসে তিনি শতরান করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও কি তিনি ত্রাতার ভূমিকা পালন করতে পারবেন। আর ২৯ ওভারে টিম ইন্ডিয়াকে জয়ের জন্য ২১০ রান করতে হবে।