শেষ আপডেট: 13th November 2024 22:21
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সুযোগের সদ্ব্যবহার করলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে একটি ঝকঝকে শতরান করলেন তিনি। তেলঙ্গানার এই ক্রিকেটারের ব্যাট থেকে ৫১ বলে ১০০ রান আসে। ইতিমধ্যে তিনি শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন।
প্রসঙ্গত, তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল টস হেরে প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা টিম ইন্ডিয়ার অবশ্য খুব একটা ভাল হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু স্যামসন। এই নিয়ে পরপর ২ ম্যাচে তিনি রানের খাতা খুলতে পারলেন না। এরপর তিলক বর্মার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যান অভিষেক। দ্বিতীয় উইকেটে মাত্র ৪৯ বলে শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে।
৫০ রান করে অভিষেক ফিরলেও, তিলককে কিন্তু আটকাতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রথমে ৩২ বলে তিনি হাফসেঞ্চুরি করেন। এরপর আচমকাই বদলে ফেলেন ব্যাটিং গিয়ার। গোটা সেঞ্চুরিয়নে চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যায়। অবশেষে আসে সেই কাঙ্খিত শতরান।
ইতিমধ্যে টিম ইন্ডিয়ার ব্যাটিংও শেষ হয়ে গিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ভারতীয় ক্রিকেট দল ছয় উইকেট হারিয়ে ২১৯ রান করেছে। দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকেই যে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট চাপে রাখতে পারবে, তা বলাই বাহুল্য।