শেষ আপডেট: 14th November 2024 13:14
দ্য ওয়াল ব্যুরো: সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাত্র ২২ বছরের এক ভারতীয় ব্যাটার যাবতীয় প্রচারের আলো কেড়ে নিলেন। দক্ষিণ আফ্রিকার কোনও বোলারকেই রেয়াত করলেন না তিলক বর্মা। বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে তিলক আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের প্রথম শতরানটা করে ফেললেন। এই ফরম্য়াটে তিনি ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে রেকর্ড কায়েম করলেন। তবে ম্যাচের শেষে একটি 'গোপন কথা' ফাঁস হয়ে গেল। টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবকে নাকি তিনি বন্ধ কামরায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। কী ছিল সেই প্রতিশ্রুতি? আসুন, জেনে নেওয়া যাক।
চলতি সিরিজের প্রথম দুটো টি-২০ ম্য়াচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক বর্মা। দুটো ম্য়াচে শুরুটা ভাল করলেও, তিনি বড় রান করতে পারেননি। এই পরিস্থিতিতে দ্বিতীয় টি-২০ ম্যাচের পরই তিলক টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবের ঘরে যান। সেখানেই তিনি আবদার করেন, সেঞ্চুরিয়নে আয়োজিত তৃতীয় টি-২০ ম্য়াচে তাঁর ব্যাটিং অর্ডার যেন প্রোমোট করা হয়।
তিলক বলেছিলেন, যদি তাঁকে তিন নম্বরে সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি বিধ্বংসী পারফরম্য়ান্স করে দেখাতে পারেন। এই পরিস্থিতিতে সূর্য নিজের ব্যাটিং অর্ডার 'কুরবানি' দেন। তবে ২২ বছর বয়সি এই ক্রিকেটার অধিনায়কের ভরসার দাম রাখেন।
ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার যাদবই এই গোপন কথাটা ফাঁস করে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, 'গকেবহরায় তিলক আমার ঘরে এসেছিল। ও আমার কাছে তিন নম্বরে ব্যাট করতে নামার জন্য আবেদন করে। বলে, তিন নম্বরে ব্যাট করতে নামলে ভাল পারফরম্য়ান্স করতে পারবে। আমি বললাম, ঠিক আছে। যাও, নিজের ইচ্ছেমতো ব্যাট করো। তিলক যে প্রতিশ্রুতি দিয়েছিল, শেষপর্যন্ত তা রাখতে পেরেছে।'
বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে তিলক বর্মা সেঞ্চুরিয়নে কার্যত তাণ্ডবলীলা চালালেন। শূন্য রানে সঞ্জু স্যামসন প্যাভিলিয়নে ফেরার পর তিলক প্রথম ওভারেই ব্যাট করতে নামেন। উইকেটে আসতে না আসতেই তিনি ধামাকাদার শট হাঁকাতে শুরু করেন। টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি ব্যাটার লেগ সাইডে ছোট বাউন্ডারির ফায়দা তোলেন। ৫৬ বলে ৮ বাউন্ডারি এবং সাতটি ছক্কার দৌলতে তিনি অপরাজিত ১০৭ রান করেন। তিলকের এই বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ভারতীয় ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২১৯ রান করে।