শেষ আপডেট: 13th November 2024 23:17
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্য়াচটা তিলক বর্মার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সিরিজের প্রথম দুটো ম্য়াচে তিনি সেইঅর্থে বড় রান করতে পারেননি। প্রথম ম্য়াচে ১৮ বলে ৩৩ রান করলেও, দ্বিতীয় ম্য়াচে তিনি ২০ বলে ২০ রান করেন। ইতিমধ্যে তিলকের ব্যাটিং নিয়ে সমালোচনাও শুরু হয়েছিল। অনেকে তাঁর পরিবর্তে আবার রমনদীপ সিংকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে নেওয়ার জন্য আবেদন শুরু করেন। এই পরিস্থিতিতে জ্বালাময়ী শতরান তিলককে কিছুটা হলেও স্বস্তি দেবে।
ইনিংসের বিরতিতে তিলক বর্মা বললেন, 'আপাতত খুবই খুশি হয়েছিল। দীর্ঘদিন ধরে এই মুহূর্তটার জন্য় অপেক্ষা করছিলাম। চোট থেকে ফেরার পর এই সেঞ্চুরিটা সত্যিই আমার কাছে গুরুত্বপূর্ণ। এই উইকেটে দ্বিমুখী গতির কারণে শুরুর দিকে কিছুটা সমস্যা হয়েছিল। কিন্তু, আমি নিজের মনোসংযোগ ধরে রাখি এবং ব্যাকরণ মেনে ব্যাটিং করি।'
এই ম্য়াচে অভিষেক শর্মাও দুরন্ত হাফসেঞ্চুরি করেন। দ্বিতীয় উইকেটে অভিষেক এবং তিলক ১০০+ রানের পার্টনারশিপও গড়ে তোলেন। সতীর্থ ব্যাটার প্রসঙ্গে তিলক বললেন, 'আমরা দুজনেই খুব চাপে ছিলাম। এই ইনিংসটা আমাদের দুজনের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ।'
এই ম্য়াচে টিম ইন্ডিয়ার জয়ের ব্যাপারে তিলক যথেষ্ট আশাবাদী। তিনি বললেন, 'আমাদের স্পিনাররা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। আমরা আশা করছিলাম যে ২০০ থেকে ২১০ রান করতে পারব। সেটা আপাতত করতে পেরেছি। আশা করছি, এই ম্য়াচটাও আমরা জিতব।'
প্রসঙ্গত, এই ম্য়াচে ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করলেন তিলক। এই তালিকায় সবার উপরে রয়েছে যশস্বী জয়সওয়ালের নাম। এছাড়া ভারতের দ্বাদশ ব্যাটার হিসেবে তিনি টি-২০ ক্রিকেটে শতরান করলেন। কোনও দলের ৬ জনের বেশি ব্যাটার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করতে পারেননি। এছাড়া ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ক্রিকেট সেঞ্চুরি হাঁকালেন তিনি।