শেষ আপডেট: 14th November 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২২ বছর। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে কার্যত তছনছ করে দিলেন। ভারতীয় এই ব্যাটারের সামনে প্রোটিয়া বোলাররা কার্যত কাকুতি-মিনতি করতে শুরু করেছিলেন। ব্যাট হাতে তিলক বর্মা এমন ধ্বংসলীলা চালালেন, ভারতীয় ক্রিকেট সমর্থকরা ইতিমধ্যে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
পায়ের পাশ থেকে সাইড ফ্লিক, স্লগ সুইপ কিংবা সামনের দিকে লা-জবাব শট। তিলকের এই ব্যাটিং দেখার পর অনেকেই তাঁকে যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করতে শুরু করেছে। সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করার পর একাধিক রেকর্ডের মালিক হলেন তিলক বর্মা।
সঞ্জু স্যামসন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর তিলক বর্মা ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়েছিলেন। তিন নম্বরে ব্যাট করতে নামার যে সুযোগ পেয়েছিলেন, তা দু'হাতে সদ্ব্যবহার করলেন। ব্যাট করতে নামার পর থেকেই তাঁকে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যায়। হাত খুলে শট মারতে শুরু করেন।
তিলক মাত্র ৩৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। ফিফটি হতে না হতেই তিনি ব্যাটিং গিয়ার চেঞ্জ করেন। আর দক্ষিণ আফ্রিকার বোলারদের কচুকাটা করতে থাকেন।
পরবর্তী ১৮ বলে ফের পঞ্চাশ রান করে তিলক মাত্র ৫১ বলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা হাঁকিয়ে ফেলেন। ১৯১ স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি মাত্র ৫৬ বলে অপরাজিত ১০৭ রান করেন। তাঁর এই সেঞ্চুরিয়ন ইনিংসে ৮ বাউন্ডারি এবং ৭ আকাশছোঁয়া ছক্কা হাঁকালেন। আর সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরান করলেন তিনি।
তিলক মাত্র ২২ বছর ৫ দিনে এই শতরানটি করেন। তিলকের সামনে এই তালিকায় শুধুমাত্র যশস্বী জয়সওয়ালই রয়েছে। যশস্বী ২১ বছর ২৭৯ দিনে নেপালের বিরুদ্ধে শতরান করেছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শতরানের রেকর্ড কায়েম করেন তিনি। তিলকের এই শতরানের দৌলতে দক্ষিণ আফ্রিকাকে টিম ইন্ডিয়া তৃতীয় টি-২০ ম্য়াচে ১১ রানে পরাস্ত করে।
প্রসঙ্গত, ভারতের দ্বাদশ ব্যাটার হিসেবে তিনি টি-২০ ক্রিকেটে শতরান করলেন। কোনও দলের ৬ জনের বেশি ব্যাটার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করতে পারেননি। এছাড়া ভারতের পঞ্চম ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ক্রিকেট সেঞ্চুরি হাঁকালেন তিনি।