শেষ আপডেট: 28th October 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার আগামী মরশুমে কেকেআর ব্রিগেডের হাত ছাড়তে পারেন। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাঁকে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে রিটেন নাও করা হতে পারে। কেকেআর মেন্টর গৌতম গম্ভীর ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের নয়া কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। ২০২৪ সালে তাঁর মেন্টরশিপেই কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে আগামী মরশুমে এই দলে যে একটা বড়সড় পরিবর্তন হতে চলেছে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।
যদি শ্রেয়স আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স একান্তই না রিটেন করেন, তাহলে এই দলের আগামী অধিনায়ক কে হতে পারেন? ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশনে কেকেআর ফ্র্যাঞ্চাইজি নয়া অধিনায়কের খোঁজেই ঝাঁপাবে? শ্রেয়সের সিংহাসনে কে হতে পারেন সুযোগ্য উত্তরাধিকারী? আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।
এই তিনজন ক্রিকেটার অধিনায়ক হিসেবে টার্গেট করতে পারে কেকেআর
প্যাট কামিন্সের অধিনায়কত্ব ইতিমধ্যেই যথেষ্ট নজর কেড়েছে। একদিনের ক্রিকেট বিশ্বকাপ থেকে ২০২৪ আইপিএল মরশুম, কামিন্সের নেতৃত্ব একটা আলাদা জায়গা করে নিয়েছে। তবে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে রিলিজ করবে, এমন কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। গত মরশুমে কামিন্সের পারফরম্য়ান্স দেখে একথা বলা যেতেই পারে। কিন্তু, একান্তই যদি সানরাইজার্স হায়দরাবাদ কামিন্সকে রিলিজ করে তাহলে কেকেআর তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে। সেক্ষেত্রে কামিন্স কেকেআর ব্রিগেডের বড় সম্পদ হয়ে উঠতে পারেন।
অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত লেটার মার্কস অর্জন করতে পারেননি কেএল রাহুল। আপাতত তিনি লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হিসেবে রয়েছেন। গত ২ মরশুমে তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন। রাহুল ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলাতে পারেন। সম্প্রতি বেশ কয়েকটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে আসন্ন নিলাম অনুষ্ঠানে রাহুলের নাম উঠতে পারে। সেক্ষেত্রে আগামী মরশুমের জন্য কেকেআর তাঁকে অধিনায়ক হিসেবে গ্রহণ বেছে নিতেই পারে।
রোহিত শর্মাকে দলে চাইবেন না, এমন কোনও ফ্র্যাঞ্চাইজি বোধহয় আইপিএল টুর্নামেন্টে নেই। যদি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক বদলের কথা চিন্তাই করেন, সেক্ষেত্রে রোহিতের থেকে ভাল অপশন তাদের কাছে আর কিছু হতে পারে না। তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যে পাঁচবার আইপিএল খেতাব জয় করেছে। একটা দলের থেকে কীভাবে সেরা পারফরম্য়ান্স বের করে আনতে হয়, সেটা তিনি খুব ভাল করেই জানেন। শোনা যাচ্ছে, রোহিত শর্মা নাকি নতুন দলে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন যেখানে তিনি ক্যাপ্টেন্সি করতে পারবেন। ২০২৫ আইপিএল মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলের নয়া অধিনায়ক হিসেবে ভাবনাচিন্তা করতেই পারে।