শেষ আপডেট: 11th October 2024 16:19
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট ক্রিকেটে আগেই মুখ পুড়েছিল। এবার টি-২০ ক্রিকেটেও হোয়াইটওয়াশের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিমধ্যে টাইগারবাহিনীর তারকা পেসার তাসকিন আহমেদ ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে একটা বড়সড় মন্তব্য করলেন।
তিনি সাফ জানিয়ে দিলেন, বর্তমানে ক্রিকেট দুনিয়ায় ভারতই সর্বশ্রেষ্ঠ। যে কোনও পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ভাল ব্যাটিং পারফরম্য়ান্স করতে পারে। প্রসঙ্গত, চলতি টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে সূর্যকুমার যাদবের দল সাত উইকেটে এবং দ্বিতীয় ম্য়াচে ৮৬ রানে জয়লাভ করেছে।
বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ সাংবাদিকদের বললেন, 'ভারতীয় ক্রিকেট দলই যে সর্বশ্রেষ্ঠ, তা নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না। ওরা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ এবং ভাল পারফরম্য়ান্স করে। পাওয়ার প্লে চলাকালীন আমরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলাম। কিন্তু, শেষপর্যন্ত ওরা ভাল ব্যাটিং করল এবং আমাদের দলের স্পিনারদের কপালটাই খারাপ ছিল। সাধারণত আমাদের দিন এতটাও খারাপ হয় না। কিন্তু, টি-২০ ফরম্য়াটে কোন দল কবে ভাল খেলবে, সেটাও বলা যায় না।'
দিল্লিতে আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্য়াচে তাসকিন আহমেদ ভারতের জোড়া উইকেট শিকার করেছিলেন। ম্যাচের শেষে তিনি বললেন, 'আমরা সবাই জানি যে দিল্লির উইকেট কতটা ব্যাটিং সহায়ক। এখানে গড়পড়তা ২০০-র বেশি রান হয়। কিন্তু, এই সিরিজের প্রথম দুটো ম্য়াচেই আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। দুটো ম্য়াচের উইকেটই ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু, সেটা আমরা কাজে লাগাতে পারলাম না।'