শেষ আপডেট: 19th September 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নাকি দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঠিক করে ব্যবহারই করতে পারলেন না। এমনই মন্তব্য করলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের প্রথম দিন বাংলাদেশ ক্রিকেট দল টিম ইন্ডিয়াকে প্রাথমিক ধাক্কা দিলেও, দিনের শেষে অশ্বিন-জাদেজা জুটি টিম ইন্ডিয়াকে চালকের আসনে নিয়ে আসে।
তামিমের কথায়, এই ম্যাচে সাকিবের হাতে অনেক পরে বল তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথম দিন ৫৩ ওভারে বল করতে আসেন সাকিব। ততক্ষণে রবি অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা উইকেটে একেবারে সেট হয়ে গিয়েছেন। ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজের আগে কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব। সেখানে সমারসেটের বিরুদ্ধে তিনি পাঁচ উইকেট শিকার করেন।
প্রথম দিনের শেষে সাকিব আট ওভারে ৫০ রান খরচ করলেও, একটাও উইকেট শিকার করতে পারেননি। তাঁর ইকোনমি রেট ছিল ৬.১২। প্রথমদিন বাংলাদেশের মোট ৬ জন বোলার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁদের মধ্যে সাকিবের পরিসংখ্যানই সবথেকে খারাপ। তামিমের কথায়, সাকিবকে আরও আগে ব্যবহার করা উচিত ছিল। তাহলে চিপকের স্যাঁতস্যাঁতে কন্ডিশনে টিম বাংলাদেশ আরও বেশি ফায়দা লুটতে পারত।
তামিম বললেন, 'বাংলাদেশের ক্রিকেটাররা আসল অস্ত্রটাই ঠিক সময় ব্যবহার করল না। সাকিবের হাতে আরও আগে বল দেওয়া উচিত ছিল। অন্তত বলটা যখন নতুন ছিল, তখনই সাকিবকে বোলিংয়ে আনা উচিত ছিল। এই উইকেট স্যাঁতস্যাঁতে। এখানে সাকিব উইকেট শিকার করতে পারত। আমার মতে সাকিবকে অনেকটাই দেরি করে নিয়ে আসা হয়েছে।'