শেষ আপডেট: 27th August 2024 14:29
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিসিআই। এ বারের বিশ্বকাপ হবে আমিরশাহিতে। সেখানে খেলতে যাবে ১৫ জনের দল। অধিনায়ক হরমনপ্রীত কউর। বাংলা থেকে দলে রয়েছেন শুধু রিচা ঘোষ।
১৫ জনের মধ্যে রয়েছেন স্মৃতি মন্ধনা। তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। ওপেনিংয়ে তাঁকে সঙ্গ দেবেন শেফালি বর্মা। এছাড়াও দলে রয়েছেন দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, যষ্টিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, দয়ালান হেমলতা, আশা সোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা প্যাটেল এবং সজনা সাজিবন। আগে অলরাউন্ডার দীপ্তি শর্মা বাংলার হয়ে খেলতেন। এখন নিজের রাজ্য উত্তরপ্রদেশে চলে গেছেন তিনি।
অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউ জ়িল্যান্ড-এর সঙ্গে গ্রুপ 'এ' তে রয়েছে ভারত। অন্য গ্রুপে ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ় এবং স্কটল্যান্ড। বিশ্বকাপের ফাইনাল ২০ অক্টোবর।