শেষ আপডেট: 2nd January 2025 22:35
দ্য ওয়াল ব্যুরো : রাত পোহালেই শুরু হবে সিডনি টেস্ট। চলতি বর্ডার-গাভাসকার ট্রফির শেষ ম্যাচটা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এবার সিডনি টেস্ট জিতে টিম ইন্ডিয়া সিরিজে ২-২ ব্যবধানে সমতা ফেরাতে চাইবে।
তবে ম্যাচ শুরুর আগে এই সিডনির ওয়েদার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যদিও এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আশা করা যায়, ম্যাচের পাঁচদিনই দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।
এবার বিস্তারিত ওয়েদার রিপোর্ট জেনে নেওয়া যাক। অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ম্যাচ শুরু আগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেকারণে টসে খানিকক্ষণ দেরি হতে পারে। তবে আশা করা যায়, ম্যাচ শুরু হতে খুব বেশি হয়ত দেরি হবে না। প্রথম দিন তাপমাত্রা সর্বাধিক ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ন্যুনতম ১৮ ডিগ্রি সেলসিয়াস।
এরপর ম্যাচের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন আকাশ একেবারে পরিষ্কার থাকবে। চড়া রোদও দেখতে পাওয়া যাবে। কিন্তু, পঞ্চম দিন অর্থাৎ ৭ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে, সিডনির আকাশ ৯৫ শতাংশ কালো মেঘে ঢাকা থাকবে। পাশাপাশি ৮০ শতাংশ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এক ধাক্কায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসবে।