শেষ আপডেট: 12th October 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে বেশ মারমুখী মেজাজে দেখতে পাওয়া যাচ্ছে। পাঁচ ওভার শেষে ভারত এক উইকেট হারিয়ে ৬৩ রান করেছে।
ম্যাচের তৃতীয় ওভারে বল করতে এসেছিলেন তানজিম হাসান সাকিব। ওভারের চতুর্থ বলে সূর্যকুমারের ব্যাট থেকে দেখতে পাওয়া গেল সেই বিখ্যাত সুপলা শট। লেগ সাইডের উপর হালকা বাউন্সার দেওয়ার চেষ্টা করেছিলেন সাকিব। অন্য কোনও ব্যাটার হলে বলটা লং লেগের উপর দিয়ে হুক করার চেষ্টা করতে। কিন্তু, সূর্য তাঁর স্পেশাল শটটা যেন খাপ খুলে বের করে আনলেন। বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের মাথার উপর দিয়ে তিনি সোজা ছক্কা হাঁকালেন। এই শট দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা উচ্ছ্বাসে ভাসতে শুরু করেছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, তৃতীয় ম্য়াচে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
টস করতে এসে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'উইকেট দেখে বেশ ভাল মনে হচ্ছে। গত ম্য়াচেও আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। একটা টার্গেট সেট করে তারপর সেটাকে আমরা ডিফেন্ড করতে চাই।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'সবাইকে দশেরার আন্তরিক শুভেচ্ছা। আমরা ২-০ এগিয়ে থাকার পরও মাঠে এত দর্শক দেখে খুব ভাল লাগছে। সিরিজ জিতলেও আমরা আত্মতুষ্ট নই। এই জয়ের ধারা আমরা অব্যাহত রাখতে চাই। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সবাইকে ব্যাটিংয়ের স্বাধীনতা দিয়েছি।'
টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই এবং মায়াঙ্ক যাদব।