শেষ আপডেট: 8th December 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো : চলতি বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ অ্যাডিলেডে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ১০ উইকেটে হেরে গিয়েছে। আর এই পরাজয়ের পরই টিম ইন্ডিয়াকে বেনজির আক্রমণ শানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার।
ভারতীয় ক্রিকেট দলের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েই গাভাসকার বললেন, অ্যাডিলেডে আয়োজিত এই টেস্ট ম্যাচটা সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে। হাতে আরও ২ দিন অতিরিক্ত সময় রয়েছে। এই সময়টা ভারতীয় ক্রিকেটারদের অযথা হোটেল রুমে বসে নষ্ট করা উচিত হবে না। টিম ইন্ডিয়াকে আরও বেশি করে অনুশীলনের পরামর্শ দেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের কাছে সবথেকে বড় লজ্জার ব্যাপার হল, দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাত্র আড়াই দিনের মধ্যেই শেষ হয়ে গেল। তার থেকেও বড় কথা, এই ম্যাচের কোনও ইনিংসেই টিম ইন্ডিয়া ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারল না। তার আগেই গোটা দল অলআউট হয়ে গেল।
গাভাসকার বললেন, 'এই হার নিয়ে আর ভেবে লাভ নেই। বরং সিরিজের বাকি তিনটে ম্যাচের উপর আরও বেশি করে ফোকাস করো। আমার মতে, ভারতীয় ক্রিকেট দল যে অতিরিক্ত ২ দিন সময় পেয়েছে, তাতে আরও বেশি করে অনুশীলন করুক। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এখন শুধুমাত্র হোটেল গিয়ে আবার চুপচাপ বসে থেকো না। যেখানেই তোমরা যাও না কেন সবসময় একটা কথা মনে রাখবে, এখানে তোমরা ক্রিকেট খেলতে এসেছ।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা পারথে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ২৯৫ রানে জয়লাভ করে। এবার অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়লাভ করে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনল। আগামী ১৪ নভেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে গেলে টিম ইন্ডিয়াকে বাকি তিনটে ম্যাচই জিততে হবে। এই পরিস্থিতিতে আগামী ম্যাচে রোহিতরা কেমন পারফরম্য়ান্স করেন, সেটাই আপাতত দেখার।