শেষ আপডেট: 24th October 2024 13:58
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে কার্যত অগ্নিশর্মা হয়ে উঠলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার।
গাভাসকারের কথায়, বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে পরাজয়ের পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট বোধহয় খানিকটা ভয় পেয়ে গিয়েছে।
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। চোটের কারণে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেননি শুভমান গিল। পুনেতে তিনি কামব্যাক করেছেন। প্রথম একাদশে প্রত্যাবর্তন করেছেন আকাশ দীপ এবং ওয়াশিংটন সুন্দরও। পরিবর্তে কেএল রাহুল, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবকে দল থেকে বাদ পড়তে হয়েছে।
সুনীল গাভাসকার মনে করেন, ওয়াশিংটন সুন্দরের কামব্যাক করার অর্থই হল ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং স্কোয়াড একেবারে আত্মবিশ্বাসী নয়। গাভাসকার আরও যোগ করেছেন, টিম ইন্ডিয়া ওয়াশিংটনকে এই ম্যাচে বোলার হিসেবে ব্যবহার করছে না। পরিবর্তে ওকে লোয়ার ব্যাটিং অর্ডারে খেলানো হবে। সানির কথায়, ওয়াশিংটনের পরিবর্তে কুলদীপকে দলে নিয়ে কাজের কাজ হত।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বললেন, 'চোট সমস্যা ছাড়া বিশ্বের অন্য কোনও দলকে একসঙ্গে তিনটে পরিবর্তন করতে আমি দেখিনি। ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার অর্থই হল যে এই টিম ইন্ডিয়া নিজেদের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে একেবারে আত্মবিশ্বাসী নয়।'
তিনি আরও যোগ করলেন, 'আমি মনে করি, ওর বোলিংকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের শক্ত খুঁটি হিসেবে দলে নেওয়া হয়েছে। হ্যাঁ, নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। তবে আমি নির্বাচক হলে কুলদীপ যাদবকেই দলে নিতাম। ও যে কোনও সময়ই ম্যাচের রং পালটে দিতে পারে।'
প্রাথমিকভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি ওয়াশিংটন সুন্দরকে। কিন্তু, বেঙ্গালুরু টেস্টে ৮ উইকেটে পরাজয়ের পর আচমকাই তাঁকে ডেকে নেওয়া হয়। নিউজিল্যান্ডের টপ অর্ডারের চারজন ব্যাটারই বাঁহাতি। সেকারণে কুলদীপ যাদবকে বসিয়ে সুন্দরকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে।
২৫ বছর বয়সি এই ভারতীয় ক্রিকেটার সম্প্রতি তামিলনাড়ুর হয়ে রনজি ট্রফিতে শতরান করেছেন। ২০২১ সালে গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। ২০২১ সালে অহমেদাবাদে তিনি টিম ইন্ডিয়ার হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে সুন্দর অপরাজিত ৯৬ রান করেন।