শেষ আপডেট: 10th December 2024 12:37
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দল আপাতত অস্ট্রেলিয়া সফরে রয়েছে। এখানে দুই দলের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। চলতি বর্ডার-গাভাসকার ট্রফির ২ ম্য়াচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। প্রথম ম্য়াচে টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় ম্য়াচে অস্ট্রেলিয়া জয়লাভ করেছে। দ্বিতীয় টেস্ট ম্য়াচটা অ্যাডিলেডে গোলাপি বলে খেলা হয়েছিল। কিন্তু, তিন দিনের মধ্যেই তা শেষ হয়ে যায়। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। এবার ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার টিম ইন্ডিয়ার অধিনায়ককে নিয়ে বড়সড় মন্তব্য করলেন।
ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার বললেন, 'আমি এই কারণেই আইপিএল টুর্নামেন্টকে কোনও ধর্তব্যের মধ্যে ফেলি না। যিনি আজ পর্যন্ত একবারও আইপিএল খেতাব জিততে পারেননি, তিনি ভারতীয় টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক। আর যাঁর নেতৃত্বে একটা দল ৫ আইপিএল খেতাব জয় করেছে, তিনি ভারতের সবথেকে খারাপ অধিনায়ক।'
গাভাসকার যে এই মন্তব্যটি রোহিত শর্মা এবং বিরাট কোহলির মধ্যে তুলনা টেনে করেছেন, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। আইপিএল টুর্নামেন্টে রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার খেতাব জয় করেছে। অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একবারও খেতাব জিততে পারেনি। তবে ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে সফল অধিনায়ক হলেন বিরাট কোহলি।
প্রসঙ্গত, বিরাট কোহলির অধিনায়কত্বে টিম ইন্ডিয়া ২ বার অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাসকার ট্রফিতে পরাস্ত করেছে। অন্যদিকে, রোহিত শর্মার নেতৃত্বে ভারত টেস্ট ক্রিকেটে একের পর এক ম্য়াচ হেরেই য়াচ্ছে। অস্ট্রেলিয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেও টিম ইন্ডিয়া ০-৩ ব্যবধানে হেরে গিয়েছিল। এরপর রোহিতের নেতৃত্ব নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অ্যাডিলেডের আগে পারথ টেস্টে জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ম্য়াচে টিম ইন্ডিয়া দুর্দান্ত জয়লাভ করেছিল।
অ্যাডিলেডে আয়োজিত ডে-নাইট টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ১০ উইকেটে হেরে গিয়েছে। এরপর অস্ট্রেলিয়া এই সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে এনেছে। চলতি সিরিজের তৃতীয় টেস্ট ম্য়াচটা আগামী ১৪ ডিসেম্বর ব্রিসবেনে আয়োজন করা হবে।