শেষ আপডেট: 16th September 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংকে চেনেন না, এমন ক্রিকেট সমর্থক বোধহয় খুব কমই রয়েছেন। ২০০৭ এবং ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পিছনে যুবরাজের অবদান অনস্বীকার্য। এমনকী, ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে ২০১১ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে তিনি ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলেন। কিন্তু, এই যুবরাজকে দেখেই চিনতে পারেননি দেশের প্রখ্যাত কমেডিয়ান সুদেশ লহরি। কী হয়েছিল ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি ভারতী সিংয়ের একটি পডকাস্ট শো-য়ে এসেছিলেন কৃষ্ণা অভিষেক এবং সুদেশ লহরি। সেখানেই তিনি কথায় কথায় পুরনো একটি প্রসঙ্গ টেনে আনলেন। সুদেশ লহরি বললেন, ঘটনাটি বেশ অনেক বছর আগেকার। সেইসময় তিনি ক্রিকেট খেলা খুব একটা দেখতেন না। তো, একবার বিমানবন্দরে লাগেজ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি।
সেইসময় আচমকাই যুবরাজ সিং তাঁর দিকে এগিয়ে আসেন। এবং সুদেশ লহরির কমেডির প্রশংসা করতে থাকেন তিনি। কিন্তু, সুদেশ কিছুতেই যুবরাজকে চিনতে পারছিলেন না। এমন সময় বেশ কয়েকজন ক্রিকেট সমর্থক যুবরাজের দিকে আসেন এবং ভারতের এই বাঁহাতি ব্যাটারের সঙ্গে সেলফি তোলার আবদার করেন। সময় যত এগোতে থাকে ততই যুবরাজ ভক্তদের সংখ্যা বাড়তে থাকে।
অন্যদিকে, সুদেশ লহরির সমর্থক সেইভাবে চোখেই পড়ছিল না। এমন সময় তাঁর খটকা লাগে যে উলটো দিকের মানুষটাও হর্তা-কর্তা কেউ হয়ত হবেন। অবশেষে সমর্থকদের মধ্যেই একজন সুদেশ লহরিকে যুবরাজের নামটা বলেন। আর নামটা শুনেই দেশের এই প্রখ্যাত কমেডিয়ান নিজের ভুল বুঝতে পারেন এবং লজ্জায় মাটিতে মিশে যান। ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিংয়ের অবদান অনস্বীকার্য। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের পেস বোলার স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন। এমনকী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট দলে তিনি ছিলেন অন্যতম সেরা ফিল্ডার। সম্প্রতি তাঁর বায়োপিকেরও ঘোষণা করা হয়েছে।