শেষ আপডেট: 2nd January 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং অস্ট্রেলিয়া আপাতত টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। দুই দলের মধ্যে ৫ ম্যাচের বর্ডার-গাভাসকার ট্রফি ২০২৪-২৫ আয়োজন করা হবে। এখনও পর্যন্ত এই সিরিজে চারটে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। আর অস্ট্রেলিয়া এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
এবার এই সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচের আয়োজন করা হবে। সিডনি টেস্ট ম্যাচ শুধুমাত্র বর্ডার-গাভাসকার ট্রফিই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিরিখেও দুই দলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি টিম ইন্ডিয়া এই ম্যাচটা হেরে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার যাবতীয় দরজা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে একটা বড় খবর প্রকাশ্যে এসেছে।
জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুটো দলের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, এই সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক বদল করা হতে পারে। প্যাট কামিন্সের জায়গায় দায়িত্ব দেওয়া হতে পারে স্টিভ স্মিথকে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন য়ে ২৯ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি আয়োজিত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। কারণ, তিনিও দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। চলতি মাসের শেষ সপ্তাহেই কামিন্স পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।
আর সেকারণেই এই গুরুত্বপূর্ণ সময়ে নিজের পরিবারের পাশে থাকতে চেয়েছেন কামিন্স। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, স্টিভ স্মিথের হাতেই অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে। বেশ কয়েকবছর পর ফের অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্যাপ্টেন্সি স্মিথের হাতে তুলে দেওয়া হবে। ২০১৮ সালে বল বিকৃতির কারণে স্মিথকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। এরপর ২০২২-২৩ মরশুমে ভারত সফরে স্মিথকে শেষবার ক্যাপ্টেন হিসেবে দেখা যায়। প্রায় ২ বছর পর ফের তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।