শেষ আপডেট: 3rd January 2025 07:33
দ্য ওয়াল ব্যুরো : মেলবোর্নের পর সিডনি টেস্টেও আম্পায়ারিং বিতর্ক পিছু ছাড়ল না। এবারও সেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই উঠল কাঠগড়ায়। লাঞ্চ ব্রেকের সময় মাঠ ছাড়ার আগে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ।
ঘটনাটি অষ্টম ওভারের পঞ্চম বলে ঘটেছে। স্কট বোল্যান্ডের আগের বলেই আউট হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। বিরাট কোহলি আসতে না আসতেই বরাতজোরে বেঁচে যান। বলটা তাঁর ব্যাটের কানা লেগে দ্বিতীয় স্লিপে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন স্টিভ স্মিথ।
বলটা ধরার জন্য স্মিথ ডাইভ দিলেও, তিনি তালুবন্দি করতে পারেননি। বেগতিক বুঝে তিনি সেটা লাবুশেনের দিকে ঠেলে দেন। লাবুশেন ক্যাচ কমপ্লিট করলেও, আম্পায়ার বিরাটকে আউট দিতে অস্বীকার করেন।
এরপর সিদ্ধান্তটা তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয়। সেখানে দেখা যায়, বলটা স্মিথের হাতে লাগার পর কয়েক সেকেন্ডের জন্য ঘাস স্পর্শ করে। সেটা আম্পায়ারের নজর এড়ায়নি। শেষপর্যন্ত কোহলিকে নট আউট ঘোষণা করা হয়। কিন্তু, আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্মিথ। মাঠের মধ্যে তিনি গজগজ করতে শুরু করেন।
OUT or NOT OUT? ????
— The Cast Patrol (@thecastpatrol) January 3, 2025
Smith was convinced he had his finger under that ball. ????
3rd Umpire gave it NOT OUT. Do you agree?#INDvsAUS #AUSvsIND #Kohli #SteveSmith pic.twitter.com/PPsCDrRTBR
এরপর যখন লাঞ্চ ব্রেকের সময় তিনি মাঠ ছাড়ছিলেন, সেইসময় স্পোর্টস প্রেজেন্টর ইশা গুহ তাঁকে ওই বিতর্কিত ক্যাচের ব্যাপারে প্রশ্ন করেন। জানতে চান, স্মিথের আঙুল আদৌ বলের নীচে ছিল কিনা।
Isha Guha ????️ "Did you get the hand under that ball."
— M (@anngrypakiistan) January 3, 2025
Steve Smith ????️ "100%. No denying it whatsoever."#AUSvIND
pic.twitter.com/V2NrFo4hBf
জবাবে ক্যাঙারুবাহিনীর প্রাক্তন অধিনায়ক বলেন, 'একশো শতাংশ ছিল। কিন্তু, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও কথা বলার এক্তিয়ার তাঁর নেই।' এই মন্তব্যের পরই বিতর্কের আগুন কার্যত দাবানলে পরিণত হয়। প্রসঙ্গত, ২০১৮ সালে বল বিকৃতির কারণে স্মিথকে এক বছর নির্বাসিত করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কেড়ে নেওয়া হয়েছিল অধিনায়কত্বও।
ইতিমধ্যে প্রথম সেশনের খেলা শেষ হয়ে গিয়েছে। টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, এই সেশনে অস্ট্রেলিয়ার রাজত্ব দেখতে পাওয়া যায়। টিম ইন্ডিয়া আপাতত তিন উইকেট হারিয়ে ৫৭ রান করেছে। ফিরে গিয়েছেন যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল এবং শুভমান গিল। আপাতত উইকেটে রয়েছেন বিরাট কোহলি (১২)।