শেষ আপডেট: 25th November 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচের চতুর্থ দিন চলছে। ইতিমধ্যে স্মিথ এবং সিরাজের মধ্যে মারপিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কী হয়েছে ঘটনাটি, আসুন জেনে নেওয়া যাক।
ভারতীয় ক্রিকেট দল আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, ম্য়াচের প্রথম ইনিংসে যখন ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল, তখন এই ফলাফল কেউ কল্পনাও করতে পারেননি। তবে জসপ্রীত বুমরাহের ৫ উইকেটের দৌলতে অস্ট্রেলিয়া ১০৪ রানে গুটিয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটাররা রণংদেহি মূর্তি ধারণ করেন। ১৬১ রান করেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ৭৭ রানে তাঁকে সঙ্গত দেন কেএল রাহুল। এরপর বিরাট কোহলি ১০০ রানে অপরাজিত থাকেন। সবমিলিয়ে ভারত ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়।
এরপর ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষেই তারা ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে ট্রাভিস হেডের ৮৯ রান কিছুটা হলেও অজি ইনিংসকে অক্সিজেন দেয়। তবে আপাতত তারা ২২৭ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে।