শেষ আপডেট: 9th January 2025 15:41
দ্য ওয়াল ব্যুরো : আগামী মাস থেকেই পাকিস্তানে বসতে চলেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। বেশ কয়েকবছর পর আবারও আইসিসি টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান। কিন্তু, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে সমস্যা যেন শেষই হতে চাইছে না। সম্প্রতি শোনা গিয়েছিল, পাকিস্তানের হাত থেকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হতে পারে। কারণটা বেশ স্পষ্ট। যে তিনটে স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা ছিল, সেগুলো এখনও পর্যন্ত ১০০ শতাংশ প্রস্তুত হয়নি।
গত বছরই এই স্টেডিয়ামগুলোর কাজ শেষ করার কথা ছিল। কিন্তু, তেমনটা সম্ভব হয়নি। পাকিস্তান এই স্টেডিয়াম প্রস্তুতির যাবতীয় ডেডলাইন ইতিমধ্যে মিস করে ফেলেছে। এরপর কথা উঠেছিল, অন্য কোনও দেশে এই টুর্নামেন্ট স্থানান্তর করা হতে পারে। এই ঘটনা নিয়ে অবশেষে পিসিবি-র একটি বিবৃতি প্রকাশ্যে এসেছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পিসিবি নাকি ইতিমধ্যে স্টেডিয়াম সারাইয়ের কাজ জোরকদমে শেষ করছে। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম এবং করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে নির্মাণকার্য নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যাবে।
ইতিমধ্যে বুধবার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেইসব জায়গারই ভিডিও পোস্ট করা হয়, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে। এরমধ্যে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির নাম রয়েছে। একটি রিপোর্টে তো দাবি করা হয়েছে, এরমধ্যে একটি স্টেডিয়ামে প্লাস্টারের কাজও শেষ হয়নি।
একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, 'এই ছবিটা যথেষ্ট হতাশাজনক। তিনটে স্টেডিয়াম এখনও পর্যন্ত তৈরি হয়নি। এইসব স্টেডিয়ামে সংস্কারের কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। এখনও নির্মাণকার্য চলছে। স্টেডিয়ামের আসন, ফ্লাডলাইট, আউটফিল্ড এবং অন্যান্য সুবিধাজনক পরিষেবা এখনও বাকি রয়েছে।' আগামী ৮ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ট্রাই-সিরিজ খেলবে পাকিস্তান। প্রথমে এই ত্রিদেশীয় সিরিজের আয়োজন মুলতানে আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, প্রস্তুতির কথা মাথায় রেখে তা গদ্দাফি স্টেডিয়াম এবং ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে ট্রান্সফার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।