শেষ আপডেট: 9th September 2024 19:19
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে ইতিহাস গড়ল শ্রীলঙ্কা ক্রিকেট দল। তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড ৮ উইকেটে হেরে গিয়েছে। যদিও এই সিরিজে ইংল্যান্ড আগে থেকেই এগিয়ে ছিল। ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। সবথেকে বড় কথা, শ্রীলঙ্কা ১০ বছর পর ব্রিটিশভূমে কোনও টেস্ট ম্যাচ জিততে পারল।
তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন পাথুম নিশঙ্কা। তবে দ্বিতীয় ইনিংসে তিনি অনবদ্য একটি শতরান করেন। পাশাপাশি এই টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার হয়ে মোট ৬ উইকেট শিকার করেন লাহিরু কুমারা। লঙ্কা ব্রিগেডের হয়ে ১২৭ রানে নিশঙ্কা এবং ম্যাথিউস ৩২ রানে অপরাজিত থাকেন।
এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্রিটিশ ব্যাটাররা প্রথম ইনিংসে ৩২৫ রান করে। অন্যদিকে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২৬৩ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ড ৬২ রানের লিড নিয়েই ফেলেছিল।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার বোলাররা দুর্দান্ত কামব্যাক করেন। মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ২১৯ রানের টার্গেট থাকে। শেষপর্যন্ত, ৪০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে তারা কাঙ্খিত টার্গেট হাসিল করে নেয়।
২০১৪ সালে ইংল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কা শেষবার টেস্ট ম্যাচ জয় করেছিল। ২০১৪ সালে লিডস টেস্টে পরাস্ত হয়েছিল ইংল্যান্ড। সেইসময় ইংল্যান্ড ১-০ ব্যবধানে সিরিজও জয় করেছিল। প্রসঙ্গত, সোমবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট ম্যাচে জয়লাভ করলেও শেষপর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ হেরে যায়। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড ৫ উইকেটে এবং দ্বিতীয় টেস্ট ম্য়াচে ১৯০ রানে জয়লাভ করেছিল।