শেষ আপডেট: 25th October 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম অ্যাডভান্টেজই কাজে লাগাতে পারল না ভারতীয় ক্রিকেট দল। এর থেকে বড় লজ্জা আর কীই বা হতে পারে। একটা সময় যে স্পিন বোলিংকে ভারতীয় ব্যাটাররা বলে বলে স্টেডিয়ামের বাইরে পাঠাত, এখন সেই স্পিনের জালেই আটকে গেল টিম ইন্ডিয়া।
পুনে টেস্টের প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে গিয়েছে। সাত উইকেট শিকার করেছেন কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার। জোড়া উইকেট তুলে নিয়েছেন গ্লেন ফিলিপস। আর একটাই মাত্র উইকেট শিকার করেছেন পেসার। রোহিত শর্মাকে প্রথম দিনের শেষবেলায় আউট করেছিলেন টিম সাউদি।
তবে টিম ইন্ডিয়া কোনওদিনও স্পিনের বিরুদ্ধে এতটাও দুর্বল ছিল না। শারজায় একটা সময় শেন ওয়ার্নের বিরুদ্ধে মরুঝড় তুলেছিলেন সচিন তেন্ডুলকর। ম্য়াচের পরে ওয়ার্ন নিজেই স্বীকার করেছিলেন যে তিনি চোখ বন্ধ করলে সচিনেরই দুঃস্বপ্ন দেখছেন। কিংবা টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুথাইয়া মুরলিধরনকে যেভাবে 'বাপি বাড়ি যা' বলেছিলেন সৌরভ, তা আজও ভারতীয় ক্রিকেট ইতিহাসে একটা আলাদা অধ্যায় সৃষ্টি করেছে। কিন্তু, হালফিলে স্পিনের বিরুদ্ধে তেমন বিধ্বংসী ব্যাটিং আর ভারতীয় ক্রিকেটারদের থেকে দেখতে পাওয়া যায় না।
একটা পরিসংখ্যান দিলেই বিষয়টা আপনাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। হালে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে রান করতে কিং কোহলিকে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে। একটা সময় তিনি স্পিনারদের বিরুদ্ধে বলে বলে বাউন্ডারি হাঁকাতেন। আজকাল একটু বল ঘুরলেই কার্যত নিরস্ত্র হয়ে যান বিরাট। এটা শুধুমাত্র মুখের কথা নয়, পরিসংখ্যানই চিৎকার করে একথা বলছে। আসলে ২০২২ সাল থেকে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে মোট ২৭ বার আউট হয়েছে। এরমধ্যে ১৪ বার তিনি স্পিন বোলারদের শিকার হয়েছেন।
আপাতত যা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে বল একটুখানি ঘুরলেই টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস নড়বড়ে হতে শুরু করে। আর এটাই ক্রিকেটারদের ফুটওয়ার্ক এবং মানসিকতার উপর প্রভাব ফেলছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পুনে টেস্ট ম্য়াচ জিততে ভারতীয় ক্রিকেট দলের আপাতত ছোটখাট একটা মিরাকল দরকার। এটাই কঠিন বাস্তব। ঈশ্বরই আপাতত বাঁচাতে পারে ভারতকে।