শেষ আপডেট: 10th November 2024 23:17
দ্য ওয়াল ব্যুরো: কথা ছিল, বরুণ দেবের চোখরাঙানিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্য়াচ বিঘ্নিত হতে পারে। কিন্তু, বরুণ চক্রবর্তী যে এমন ভেলকি দেখাতে পারেন, সেটা একেবারেই সিলেবাসের বাইরে ছিল। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিনি পাঁচটি উইকেট তুলে নিলেন। কিন্তু, এই জায়গা থেকেও দক্ষিণ আফ্রিকা যে ঘুরে দাঁড়াতে পারবে, সেটাও বোধহয় সিলেবাসে ছিল না।।
দ্বিতীয় টি-২০ ম্য়াচে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ৩ উইকেটে জয়লাভ করেছে। পাশাপাশি চার ম্য়াচের এই সিরিজেও প্রোটিয়ারা ১-১ ব্যবধানে সমতা ফিরিয়ে আনল। আগামী বুধবার (১৩ নভেম্বর) সিরিজের তৃতীয় ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্য়াচটা জিততে পারলে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবে সূর্যকুমার যাদবের দল। চার ম্য়াচের এই সিরিজ ইতিমধ্যেই বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে।
সেন্ট জর্জ স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক এইডেন মারক্রাম টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ম্যাচ শুরু হতে না হতেই টিম ইন্ডিয়ার টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সঞ্জু স্যামসন গত ২ ম্য়াচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেও, রবিবার তিনি রানের খাতাই খুলতে পারলেন না। আরও একটি ম্যাচে ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার অপর ওপেনার অভিষেক শর্মাও (৪)। এছাড়া হতাশ করলেন অধিনায়ক সূর্যকুমার যাদবও (৪)।
তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার কিছুটা হলেও এই ম্য়াচে মান রাখল। তিলক বর্মা (২০), অক্ষর প্যাটেল (২৭) এবং হার্দিক পান্ডিয়া (৩৯) নিজেদের সাধ্যমতো রান করার চেষ্টা করলেন। নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে।
এরপর আসে দক্ষিণ আফ্রিকার ব্যাট করার পালা। শুরুতে রায়ান রিকলটন (১৩) এবং রিজা হেনড্রিকস (২৪) বেশ ভালোই ব্যাট করছিলেন। কিন্তু, তাঁরা ফিরতেই প্রোটিয়াদের কোমর একেবারে ভেঙে যায়। কিন্তু, শেষবেলায় ট্রিস্টান স্টাবস (৪৭) এবং জেরাল্ড কোয়েৎজি (১৯) গোটা ম্যাচের রং বদলে দেন। তিন উইকেটে জেতে প্রোটিয়া ব্রিগেড। বরুণের শিকারের তালিকায় যুক্ত হল এইডেন মারক্রাম, রিজা হেনড্রিকস, মার্কো জেনসেন, ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেন। তবে ভারতীয় ক্রিকেট দলের এই পরাজয় ব্যাটিং ডিপার্টমেন্টে ব্যর্থতারই নজির, তা বলা পারে।