শেষ আপডেট: 13th November 2024 22:40
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং ধামাকা দেখতে পাওয়া গেল। আলাদা করে তিলক বর্মার কথা বলতেই হবে। তিনি ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন। তিনি এই ইনিংসে আটটি বাউন্ডারি এবং সাতটি ছক্কা হাঁকান।
তবে তিলকের এই ইনিংসের পর আরও একটি ধাক্কা খেল প্রোটিয়া ব্রিগেড। স্লো ওভার রেটের কারণে তাঁদের শাস্তির মুখে পড়তে হয়েছে। ১৯.১ ওভারে প্রোটিয়া ব্রিগেডকে এই শাস্তির মুখে পড়তে হয়। এরপর বাকি পাঁচটা বলে দক্ষিণ আফ্রিকা চারজন ক্রিকেটারকেই বৃত্তের বাইরে রাখতে পেরেছে।
নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া ২১৯ রান করেছে। এই ম্য়াচে তিলক খেলতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে শুরু করেন। এই ম্য়াচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের আগেই ২২ গজে নেমেছিলেন তিনি। শেষপর্যন্ত অধিনায়কের ভরসার দামও দিলেন। একটা সময় মনে হয়েছিল, টিম ইন্ডিয়া হয়ত ২২৫ রানের চৌকাঠ স্পর্শ করতে পারবে। কিন্তু, মারক্রামের সৌভাগ্য যে ততটা পর্যন্ত রান যায়নি।
চার ম্য়াচের এই সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুটো দলই এখনও পর্যন্ত একটা করে ম্য়াচ জিততে পেরেছে। এই পরিস্থিতিতে সিরিজের তৃতীয় ম্য়াচটা যে গুরুত্বপূর্ণ, তা বলা যেতেই পারে। কারণ এই ম্য়াচটা যে দল জিতবে, তারাই মানসিকভাবে অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে। আপাতত যা হাওয়া, তাতে সূর্যের দল যে চালকের আসনে রয়েছে, তা বলাই যায়।