শেষ আপডেট: 19th September 2024 12:57
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ফের অনলাইন বুলির শিকার হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এক ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় সৌরভকে কটাক্ষ করেছেন। পাশাপাশি একটি ভিডিওয় তিনি পোস্ট করেছেন। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই সৌরভ যারপরনাই রেগে গিয়েছে। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে তিনি লিখিতভাবে ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এটাই প্রথমবার নয়। আরজি কর কাণ্ডকে ইস্যু করে এর আগেও বেশ কয়েকবার সৌরভ কটাক্ষের মুখে পড়েছিলেন। কিন্তু, প্রতিবারই তিনি নীরব থাকাকেই শ্রেয় বলে মনে করেন। কিন্তু, এবার তাঁকে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে, সেটা একেবারে মেনে নিতে পারেননি। সেকারণেই সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
প্রসঙ্গত, সৌরভ যে ইউটিউবারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন, তাঁর নাম মৃণ্ময় দাস। একটা সময় মীরাক্কেল অনুষ্ঠানের হাত ধরে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বেশ কয়েকবছর তিনি 'সিনেবাপ' নামে একটি ইউটিউব চ্যানেল চালান। ইতিপূর্বেও তাঁর বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট তৈরি করার অভিযোগ উঠেছিল। তবে নেট নাগরিকদের দাবি, সৌরভকে রোস্ট করতে গিয়ে তিনি যে ভিডিওটি তৈরি করেছেন, তা যাবতীয় শালীনতার সীমা লঙ্ঘন করেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য একটি মেল করে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন। সেখানে অভিযোগ করা হয়েছে, মৃণ্ময় দাস নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্মানহানি করেছেন। তাঁকে অশ্লীল ভাষায় কুরুচিকর আক্রমণ করা হয়েছে। প্রসঙ্গত, সৌরভ ছাড়াও এই ভিডিওয় রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কাঞ্চন মল্লিককে কটাক্ষ করা হয়েছে।