শেষ আপডেট: 25th September 2024 13:21
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের সঙ্গে রুপোলি পর্দার সম্পর্ক যে কতটা গভীর, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এর আগে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের বায়োগ্রাফি নিয়ে বলিউডে সিনেমা হয়েছে। আবার বেশ কয়েকটি হিন্দি সিনেমায় ক্রিকেটারদের অভিনয় করতেও দেখা গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে অজয় জাদেজা, কপিল দেব, হরভজন সিংদের।
তবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কোনও ক্রিকেটারকে নিয়ে আজ পর্যন্ত সিনেমা হয়নি। কিংবা কোনও সিনেমায় টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটারকেও অভিনয় করতে দেখা যায়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে।
এই ভিডিওয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, টলিউডের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী নাকি তাঁকে একবার বাংলা সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কোন সিনেমা? মনে প্রশ্ন জাগছে তো? নীচের ভিডিওটি দেখলেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।
ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অপরিসীম। একটা সময় টিম ইন্ডিয়া যখন ক্রমশ গড়াপেটার কালো অন্ধকারে ডুবতে বসছিল, সেই সময়ই সৌরভের কাছে অধিনায়কত্ব তুলে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এরপর ভারতীয় ক্রিকেট দলের শরীরী ভাষায় যে পরিবর্তন এসেছিল, তা বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারকেও স্তম্ভিত করেছিল।
সৌরভ যথেষ্ট আগ্রাসী অধিনায়ক ছিলেন। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়, ২০০২ সালে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়ানো, ২০০৩ সালে টিম ইন্ডিয়াকে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তোলা; এহেন একাধিক লেটার মার্কস সৌরভের ক্যাপ্টেন্স মার্কশিটে রয়েছে।
২০০৮ সালে ২২ গজকে বিদায় জানালেও ক্রিকেটের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করেননি। প্রথমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং পরবর্তীকালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন। ক্রিকেট ছাড়া টেলিভিশন পর্দায় তাঁর 'দাদাগিরি' অনুষ্ঠান যথেষ্ট জনপ্রিয়। পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও তিনি স্বচ্ছ্বন্দে অভিনয় করেন। তবে সৌরভকে যে সিনেমায় অভিনয় করার অফার দেওয়া হয়েছিল, সেটা বোধহয় অনেকের কাছেই অজানা।