শেষ আপডেট: 27th January 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। একটা সময় টিম ইন্ডিয়া যখন ক্রমশ গড়াপেটার কাল অন্ধকারে ডুবে যাচ্ছিল, ঠিক সেইসময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সৌরভের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয়। এরপর এসেছে একাধিক সাফল্য।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক। কিন্তু, অবসরের পরও তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। ক্রিকেট প্রশাসনের পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও 'দাদাগিরি আনলিমিটেড'-এর সঞ্চালক হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে।
ক্রিকেটের পাশাপাশি সৌরভের ব্যক্তিগত জীবন নিয়েও সমর্থকদের যথেষ্ট কৌতূহল রয়েছে। আর সেকারণেই 'দাদাগিরি' অনুষ্ঠানে সৌরভকে একাধিক ব্যক্তিগত প্রশ্নের জবাব দিতে হয়। জানতে চাওয়া হয় তাঁর পছন্দ অপছন্দের তালিকাও। এমনই একটি এপিসোডে খেলতে এসেছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা।
তৃণা এই এপিসোডে সৌরভের জন্য একটি ব়্যাপিড ফায়ার প্রশ্নের তালিকা তৈরি করেছিলেন। এই তালিকায় সৌরভের প্রিয় খাবার, প্রিয় কোচের মতো একাধিক প্রশ্ন ছিল। তবে শেষ প্রশ্নটা ছিল যে তিনি আগামীদিনের প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী কোন পদে নিজেকে দেখতে চান। এমন প্রশ্ন সৌরভ বোধহয় নিজেও আশা করেননি।
আর সেকারণেই তিনি জবাব দিতে গিয়ে প্রথমে কিছুটা থমকে যান। তারপর ঠাণ্ডা মাথায় বলেন, 'আমি দাদাগিরি সঞ্চালকই হতে চাই।' এই জবাব শুনে সকলেই হাততালি দিয়ে সমর্থন করেন। ভিডিও ক্লিপটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আপনি কি দেখেছেন?