শেষ আপডেট: 1st January 2025 15:31
দ্য ওয়াল ব্যুরো : দুবাইয়ে আয়োজিত আন্তর্জাতিক লিগ টি-২০ টুর্নামেন্টের ঢাকে ইতিমধ্যে কাঠি পড়ে গিয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। আর এই নয়া মরশুমের জন্য দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি নতুন অধিনায়কের নাম ঘোষণা করল। আন্তর্জাতিক লিগ টি-২০ টুর্নামেন্টের আসন্ন মরশুমে দুবাই ক্যাপিটালস তাদের ক্যাপ্টেন্সি জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডারের হাতে তুলে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক লিগ টি-২০ টুর্নামেন্টের জন্য দুবাই ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডারকে নয়া অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে। সিকন্দর রাজাকে এই দলের অধিনায়ক পদে বসানো হয়েছে। ২০২৪ সালে সিকন্দর রাজা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন। আর সেকারণে আইসিসি টি-২০ ক্রিকেটার অফ দ্য ইয়ারের জন্য তাঁর নাম মনোনীত হয়েছে।
প্রসঙ্গত, গত মরশুমে দুবাই ক্যাপিটালস দলের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার ডেভিড ওয়ার্নার। দুবাই ক্যাপিটালস গত মরশুমে ওয়ার্নারের নেতৃত্বে ফাইনাল পর্যন্তও উঠেছিল। যদিও শেষপর্যন্ত খেতাব জয় করতে পারেনি। এবার সিকন্দর রাজার নেতৃত্বে দুবাই ক্যাপিটালস খেতাব জিততে পারে কি না, সেটাই আপাতত দেখার।
গত ২ মরশুম ধরেই সিকন্দর রাজা আন্তর্জাতিক লিগ টি-২০ টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। এই টুর্নামেন্টে তিনি যথেষ্ট ভাল পারফরম্য়ান্সও করেছেন। এখনও পর্যন্ত ২১ ম্যাচে তিনি মোট ৫২২ রান করেছেন। এছাড়া তিনি ১৬ উইকেটও শিকার করেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের কথা মাথায় রেখে দুবাই ক্যাপিটালস তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিকন্দর রাজার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এটা অবশ্যই দলের কাজে লাগবে।