শেষ আপডেট: 15th October 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৬ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। তবে এই সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে একটি দুঃসংবাদ কার্যত পরমানু বোমার মতো আছড়ে পড়েছে। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুভমান গিল প্রথম টেস্ট ম্য়াচে নাও খেলতে পারেন।
আসলে, শুভমানের ঘাড়ে একটি চোট রয়েছে। আর তাই গিল খেলবেন কি না, সেই ব্যাপারে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত শুভমান দুর্দান্ত ছন্দে রয়েছেন। তাঁর ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে।
সম্প্রতি ক্রিকেটের তিনটে ফরম্য়াটেই শুভমান গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন। টেস্ট ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ৮ ম্যাচের ১৫ ইনিংসে ৬৬২ রান করেছেন। ব্যাটিং গড় ৫০.৯২। ইতিমধ্যে তিনি তিনটে সেঞ্চুরি এবং দুটো হাফসেঞ্চুরি করেছেন। তবে শুধুমাত্র টেস্ট ক্রিকেটই নয়, ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটেও তিনি চোখ ধাঁধানো পারফরম্য়ান্সে সকলের নজর কেড়েছেন।
ভারতীয় ক্রিকেট দল সম্প্রতি দুই ম্য়াচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তারা এই পারফরম্য়ান্স বজায় রাখতে চায়। টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছে।
শুরুটা বেশ ধামাকাদার করছেন যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরে শুভমান গিল দারুণ ব্যাটিং করছেন। কেএল রাহুল এবং ঋষভ পন্থও বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন। যদিও কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এই লড়াই খুব একটা সহজ হবে না।