শেষ আপডেট: 30th October 2024 14:25
দ্য ওয়াল ব্যুরো : ২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু, গত মরশুমে তারা একেবারে জঘন্য পারফরম্য়ান্স করে। সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এই ফ্র্যাঞ্চাইজি শুভমান গিল এবং রশিদ খানকে রিটেন করতে চলেছে। এর পাশাপাশি তারা শাহরুখ খানকেও আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করতে পারে। আপনাদের মনে করিয়ে দিই, গত মরশুমে গুজরাট টাইটান্স আইপিএল পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে দৌড় শেষ করেছিল।
একটি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, ২০২৫ আইপিএল মরশুমে গুজরাট টাইটান্স নাকি শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শনকে রিটেন করতে চলেছে। এছাড়া রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে তারা আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করতে পারে। গত মরশুমে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন শুভমান গিল। রিটেন করার পাশপাশি আশা করা হচ্ছে তাঁর কাঁধেই আবারও দলের নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে শুভমান গিল ১২ ম্যাচে ৪২৬ রান করেছেন। কিন্তু, তার আগের মরশুমে তিনি অবিস্মরণীয় পারফরম্য়ান্স করেছিলেন। ২০২৩ সালে তাঁর ব্যাট থেকে মোট ৮৯০ রান এসেছিল। পাশাপাশি গুজরাট টাইটান্সকে ফাইনালে তোলার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এবার রশিদ খানের কথায় আসা যাক। গুজরাট টাইটান্সের প্রথম মরশুমে তিনি ১৯ উইকেট শিকার করেন। ২০২৩ সালে তিনি মোট ২৭ উইকেট শিকার করেছিলেন। কিন্তু, চলতি বছর তিনি মাত্র ১০ উইকেটই নিজের ঝুলিতে পুরতে পারেন।
যদি গুজরাট টাইটান্স তিনজন ক্রিকেটারকে রিটেন করতে চায়, তাহলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রিটেনশন নীতি অনুসারে শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শনকে রিটেন করার জন্য মোট ৪৩ কোটি টাকা খরচ করতে হবে। অন্যদিকে রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে তারা আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করার জন্য দিতে হবে মোট ৮ কোটি টাকা। অর্থাৎ মেগা অকশনে গুজরাট টাইটান্সকে ৬৯ কোটি টানা মানিব্যাগে রাখতে হবে।