শেষ আপডেট: 21st September 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার শুভমান গিল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দুর্দান্ত শতরান করলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে রানের বন্যা দেখতে পাওয়া গেল।
ম্যাচের তৃতীয় দিন অর্থাৎ শনিবার (২১ সেপ্টেম্বর) দ্বিতীয় সেশনে নিজের শতরান পূরণ করলেন। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার এই ডানহাতি ব্যাটার পঞ্চম শতরানটি করে ফেলেন।
এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে শুভমান গিল রানের খাতা খুলতে পারেননি। কিন্তু, দ্বিতীয় ইনিংসে যাবতীয় হিসেব-নিকেশ বুঝে নিলেন তিনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি আউট হওয়ার পর শুভমান দায়িত্ব গ্রহণ করেন।
ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে টিম ইন্ডিয়ার ভিত শক্ত করলেন। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ডেরা বলা হয়ে থাকে। সেখানেই গিল শতরান করলেন। উল্লেখ্য, আইপিএল টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন ধোনি।
প্রসঙ্গত, চেন্নাই টেস্টে চতুর্থ উইকেটে ঋষভ এবং শুভমান ১৬৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই ইনিংসে ঋষভের ব্যাট থেকেও একটি ঝকঝকে শতরান দেখতে পাওয়া যায়। এই দুই ব্যাটার টিম ইন্ডিয়ার রান ৪০০ টপকে দেন। ইতিমধ্যে শুভমান আরও একবার নিজের ক্লাসটা বুঝিয়ে দিলেন। একাধিক অনবদ্য শট হাঁকিয়েছেন তিনি। সুযোগ পেয়ে হাঁকিয়েছেন ছক্কাও। শুভমান ১৬১ বলে শতরান পূরণ করলেন এখনও পর্যন্ত তিনি ৯ বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন।