শেষ আপডেট: 2nd November 2024 12:14
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই টেস্ট নেহাতই সম্মানরক্ষার ম্যাচ হলেও, টিম ইন্ডিয়ার কাছে এটা আত্মসম্মানের লড়াই। চলতি টেস্ট সিরিজের প্রথম দুটো ম্য়াচেই হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট দল।
ওয়াংখেড়ে টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিন ইতিমধ্যে মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত ম্যাচের রাশ ভারতের হাতেই রয়েছে। টিম ইন্ডিয়া পাঁচ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে। নিউজিল্যান্ডের থেকে তারা এখনও ৪০ রানে পিছিয়ে রয়েছে।
সবথেকে বড় কথা, টেস্ট ক্রিকেটে আরও একবার ব্যাট হাতে জ্বলে উঠলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমান গিল। তিনি এখনও পর্যন্ত ৭০ রান করেছেন। তাঁর এই ইনিংসে চারটে বাউন্ডারি এবং একটা ছক্কা রয়েছে। সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি অবশ্য ১০ রানে ব্যাট করছেন।
তবে মুম্বই টেস্টে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও নজরকাড়া ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন। তিনি প্রথম ইনিংয়ে কার্যত টি-২০ মেজাজে ব্যাটিং করলেন। তাঁর ব্যাট থেকে ৫৯ বলে ৬০ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে এসেছে। আটটা বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকিয়েছেন তিনি।
যাইহোক, টিম ইন্ডিয়াকে আপাতত এই রানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে শুভমানের ব্যাট থেকে সেঞ্চুরি দেখা গিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও শতরান করবেন তিনি? সেই দৃশ্য উপভোগ করার জন্যই আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে আসমুদ্রহিমাচল।