শেষ আপডেট: 27th February 2024 20:32
দ্য ওয়াল ব্যুরো: বোর্ড সচিব জয় শাহ আগেই বলেছিলেন, ঘরোয়া ক্রিকেট না খেললে তাঁর জন্য জাতীয় দলের বন্ধ। তিনি আইপিএলেও খেলতে পারবেন না। এই কথাটি তিনি বলেছেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিশানের উদ্দেশে।
ঈশানকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলেছিলেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও। তারপরেও তিনি খেলেননি, এই নিয়ে বোর্ড রীতিমতো বিরক্ত ছিল। শ্রেয়সের ক্ষেত্রেও একই কথা খাটে। তিনি চোটের কারণে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। তিনি সেই পর্ব কাটিয়ে উঠলেও ঘরোয়া ক্রিকেট খেলতে নামেননি।
রাঁচি টেস্টে সোমবার জয়ের পরে রোহিত শর্মা পরিষ্কার বলেছিলেন, যাদের মধ্যে খেলার খিদে রয়েছে, একমাত্র তাদেরই দলে নেওয়ার জন্য বিবেচিত করা হবে। এই কথাটি যে শ্রেয়স, ঈশানদের জন্যই বলা সেটি নিশ্চিত। ঈশানও চাপের মুখে এদিন মাঠে নেমেছেন ঘরোয়া ক্রিকেট খেলার জন্য। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রিজার্ভ ব্যাঙ্কের জার্সিতে ১২ বলে ১৯ রান করেছেন। তিনি কিপিংও করেছেন ম্যাচে।
মঙ্গলবার মুম্বই দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শ্রেয়স অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে মাঠে নামবেন। তাঁকে রেখেই দলগঠন করেছেন অজিঙ্ক্যা রাহানেরা। বোর্ডের ধমকে যে কাজ হয়েছে, সেটি পরিষ্কার। টেস্ট সিরিজে ঈশান কিংবা শ্রেয়সকে দলে রাখা হয়নি। তাঁরা যে টি ২০ বিশ্বকাপেও ফিরবেন, জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ ভারতীয় দলে এই মুহূর্তে ট্র্যাফিক জ্যাম চলছে। সুস্থ প্রতিযোগিতা চলছে সর্বত্রই।
উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ধ্রুব জুরেল টেস্ট সিরিজে দারুণ খেলছেন। তিনি শেষ টেস্টে ম্যাচের সেরা হয়েছেন। সেই কারণে ঈশানের দলে ফিরতে সমস্যা রয়েছে। শ্রেয়সের ক্ষেত্রে বিষয়টি অতটা কঠিন নয়। বিরাট কোহলি দলে ফিরলে রজত পাতিদার ছিটকে যাবেন দল থেকে। কেএল রাহুলও চোট কাটিয়ে দ্রুত দলে ফিরবেন। এখনও অবশ্য ধরমশালা টেস্টের জন্য দল বাছাই হয়নি। ৭ মার্চ শেষ টেস্ট শুরু হবে। কোহলি ফিরলে একরকম দল হবে, না ফিরলে কে ওই পজিশনে আসবেন, সেটি নির্ভর করছে নির্বাচকদের ওপর।